চি ঠি প ত্র
বিদ্যালয়ের কাজ দায়িত্বশীল মানুষ সৃষ্টি করা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নীতি-নৈতিকতা ও মূল্যবোধ। সমাজের প্রতিটি শিশু যাতে ভালো মানুষ হতে পারে, সেজন্য আমরা গড়ে তুলেছি বিদ্যালয় ও বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষ করে পরিবার, সমাজ, বিদ্যালয় ও ধর্মীয় উপাসনালয় থেকে মানুষ নীতি নৈতিকতা শেখে। আজ আমরা দেখতে পাচ্ছি, শিক্ষিত মানুষ বিভিন্ন প্রকার দুর্নীতি ও খারাপ কাজের সাথে জড়িত হয়ে পড়ছে। চাকরিজীবী মানুষরা সঠিকভাবে দায়িত্বপালন করছে না। শিক্ষিত যুবসমাজ বিপথে চলে যাচ্ছে। তখন আমাদের মনে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে। তাই বলতে হচ্ছে, শিক্ষিত মানুষকে সঠিপথে চালনার জন্য নীতি ও মূল্যবোধ শিক্ষার বিকল্প নেই। সেইজন্য আমাদের শিক্ষাবিদদের আরো এগিয়ে আসতে হবে। শিক্ষাক্রমকে আরো ঢেলে সাজাতে হবে। সমাজের প্রতিটি শিশুকে শিক্ষিত করতে হবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি শিক্ষার্থীর প্রাথমিক, মাধ্যমিক থেকে শুরু করে তার কর্মজীবন পর্যন্ত দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষকদের। শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের সঠিক পথ দেখাতে। শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, ভালো মানুষ হতে হবে; এই বোধ শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ভালো চিন্তার উন্মেষ ঘটায়, এমন অনুপ্রেরণা শিক্ষার্থীদের দিতে হবে। আজ আমরা শিক্ষার মাধ্যমে যদি দায়িত্বশীল নাগরিক সৃষ্টি না করতে পারি, তাহলে শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। সুশিক্ষার মাধ্যমে ভালো একটি যুব সমাজ আমাদের গড়েতে হবে। ভালো যুবসমাজ গড়ে উঠলে আমরা ভালো নাগরিক পাব। সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল নাগরিক সৃষ্টিতে বিদ্যালয় ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
খালিদ মোশারফ
ইন্সট্রাক্টর (সাধারণ), পিটিআই
সোনাতলা, বগুড়া।