দেশের উষ্ণতম মাস হলো- এপ্রিল। প্রতি বছর এ মাসের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও এবারের এপ্রিল মাস আগের তুলনায় অনেক বেশি উষ্ণ। এর একটি কারণ হলো দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং জলবায়ুর পরিবর্তন। দেশে ৫৮ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি উষ্ণ আবহাওয়া। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দেশের উত্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত থাকে রাজশাহী শহর। নগরায়ন এবং মহাসড়ক সংস্কারের নামে বড় বড় গাছগুলো কেটে ফেলায় এবারের তাপমাত্রা একেবারে অসহনীয় অবস্থায় চলে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। ক্যাম্পাসে দীর্ঘদিন ধরেই জন্ডিস, টাইফয়েড, ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ ছিল। এ অবস্থায় এমন গরমের কারণে ঝুঁকি আরো বেড়ে গেছে। গরমে সচেতনতা অবলম্বন করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সশরীরে ক্লাস কিছুদিন বন্ধ করার সীদ্ধান্ত নেয়। কিন্তু তীব্র তাপের কারণে দেশে হিট এলার্ট জারি করার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে। এ সীদ্ধান্তটি শিক্ষার্থীদের আরো ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ছুটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল তাপদাহ থেকে শিক্ষার্থীদের রক্ষা করা; কিন্তু এটি যেন তার বিপরীত। গ্রীষ্মের ছুটি আগামী ঈদুল আজহার সঙ্গে সমন্বয় করা হয়েছে। এটি অযৌক্তিক সীদ্ধান্ত। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হিটস্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, এতে শিক্ষার্থীরা বেশ সন্ত্রস্ত। এমতাবস্থায়, শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অনলাইন ক্লাস নেওয়া, নয়তো গ্রীষ্মকালীন ছুটি বহাল রাখা। অন্যথায় শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে পারে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ আশিক
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।