আমাদের দেশে মেয়েদের উপর সহিংস কর্মকাণ্ড দিন দিন উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। উচ্চ বা নিম্ন সমাজের মেয়ে শিশুরাই এই সহিংসতার শিকার হয়। রেলস্টেশন, বাস বা বাস স্টেশনের ভেতরে, নির্জন জায়গা বা রাস্তা, ফাঁকা বাড়ি, বস্তি ইত্যাদি সর্বত্রই সহিংস ঘটনা ঘটে। পাশাপাশি গ্রামে বাল্যবিবাহও আশঙ্কাজনকভাবে বাড়ছে। বেশিরভাগ মেয়ে শিশুই যৌন হয়রানি, অ্যাসিড হামলা, অপহরণ, ধর্ষণ ইত্যাদির শিকার হয়। শৈশব থেকেই যেখানে পরিবারটি মেয়ে শিশুর নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করা হয়, সেখানে তাদের নিরাপত্তা প্রায়ই প্রশ্নবিদ্ধ হয়। নানা বৈষম্য ও নিপীড়নের কারণে অনেকে নিজ পরিবারে অসহায় হয়ে পড়ে।
দেশে কন্যাশিশু নিপীড়ন সংক্রান্ত আইন রয়েছে। কিন্তু আইন থাকা সত্ত্বেও শিশু যৌন নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া যারা এই অপরাধ করে তারা তুলনামূলকভাবে প্রভাবশালী হওয়ায় বিচার চাইতে গিয়ে ভুক্তভোগী পরিবার প্রায়ই সামাজিক নিন্দার শিকার হয়। ফলে তারা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বা তাদের পক্ষে নিতে সক্ষম হয়। দারিদ্র্য, সামাজিক বর্জন বা লিঙ্গ বৈষম্য, ব্যাপক নিরক্ষরতা, সচেতনতার অভাব এবং দুর্বল প্রশাসন বাংলাদেশে বাল্যবিবাহ, জোরপূর্বক শ্রম, ব্যক্তি পাচারের প্রধান কারণ।
মেয়ে শিশুদের প্রতি সহিংসতা পর্যবেক্ষণ : বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সারা দেশে শিশু ও নারীর প্রতি নির্যাতন ও যৌন সহিংসতার মোট ৩ হাজার ৭০৩টি ঘটনা ঘটেছে। এদিকে, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) প্রতিবেদনে দেখা গেছে যে, ৪০ বছরে সারা দেশে নারী ও মেয়েদের প্রতি নির্যাতন ও যৌন সহিংসতার ২ হাজার ৫৮৮টি ঘটনা ঘটেছে।
বেসরকারি সংস্থা আইন ও সালিস কেন্দ্র (আসক) ৯টি সংবাদপত্র এবং কিছু অনলাইন মিডিয়ায় প্রকাশিত খবরের সঙ্গে রিপোর্ট করেছে যে, ২০২২ সালের ১১ মাসে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ৩ হাজার ১৮৪টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ৬৪ শতাংশ খবর ধর্ষণের ও সহিংসতা বেড়েছে নারীদের। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ)-এর তথ্য অনুযায়ী ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে, ৮ হাজার ৭১৫ জন মহিলা ফেক আইডি, আইডি হ্যাকিং, ব্ল্যাকমেইলিং, ফোনে হয়রানি এবং আপত্তিকর বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার মতো সমস্যার অভিযোগ করেছেন। NGCAF প্রথমবারের মতো গ্রহণ করেছে সহিংসতার তথ্য সংগ্রহের উদ্যোগ। শুধু মেয়ে শিশুদের (০-১৯) বছরের। আর এ বিষয়ে তথ্য নেওয়া হয়েছে ০৮, ০২টি অনলাইন ও ১৪টি স্থানীয় সংবাদপত্র থেকে।
মেয়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যানগত উপস্থাপনা (২০২১-২০২২) : যৌন হয়রানি ৮৩ এবং ৮৮, পর্নোগ্রাফি ২৮ এবং ১৯, যৌন হয়রানি (অক্ষম মেয়েরা) ৫ এবং ১, বাল্যবিবাহ ২৩ এবং ১৯, বাল্যবিবাহ থেকে উদ্ধার ৮৭ এবং ৬২, যৌতুকের শিকার ৬ এবং ১১, যৌতুকের জন্য হত্যা ৯ এবং ৭, ২৩, ধর্ষণের শিকার ৭২৩ এবং ৫০৮, ধর্ষিত প্রতিবন্ধী মেয়ে ১০০ এবং ৬৭।
গণধর্ষণ ১৫৫ এবং ১৪২, ধর্ষণের চেষ্টা ১৬১ এবং ১৩১, ধর্ষণ ৫ এবং ১ দ্বারা সৃষ্ট মৃত্যু, ৪৫ এবং ৩৮টি ধর্ষণের পরে হত্যা, ৪ এবং ৭ ধর্ষণের পরে আত্মহত্যা, ফাঁদে ফেলে ধর্ষিত (প্রেম-প্রতারণার ফাঁদে) ৭১ এবং ৭৯, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ (মা) মসজিদ) ১০ ও ১০, নির্যাতিত গৃহকর্মী ১২ ও ৯, গৃহকর্মীকে হত্যা ৫ এবং ৩, শারীরিকভাবে নির্যাতন করা ১৮ ও ৬ গৃহকর্মী, নির্যাতনের কারণে গৃহকর্মীদের আত্মহত্যা-নির্যাতন ০ এবং ১, শিক্ষাগত এবং ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তির শিকার ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা-মসজিদ) ৪ ও ১০, এসিড হামলার শিকার ১০ ও ৪, অপহরণের শিকার ৮৩ ও ৯৭, অপহৃতদের হত্যা ৮ ও ২, পাচারের শিকার ৬ ও ২, অপহরণের পর উদ্ধার ১০৬ ও ৯৭, অপহরণের পর উদ্ধার করা হয়েছে এবং ৯৭ জনকে উদ্ধার করা হয়েছে। স্বামী ৬ এবং ৪ দ্বারা, যৌন হয়রানির শিকার ৪৭ এবং ৬৫, ২০২১ এবং ২০২২ সালে ১৮ এবং ৭ নিজের বাড়িতে সহিংসতার শিকার মেয়ে শিশু।