জাগ্রত হোক বিশ্ব বিবেক জয় হোক মানবতার
রায়হান আহমেদ তপাদার
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফিলিস্তিনি ও ইসরায়েলি হত্যার সাম্প্রতিক এ ঘটনার দায় শুধু হামাস ও নেতানিয়াহু সরকারের নয়, রক্তের দাগ পশ্চিমাদের হাতেও লেগে রয়েছে। তবে এটা সত্যি যে, ফিলিস্তিনি যোদ্ধারা ৭ অক্টোবর গাজা উপত্যকার সন্নিকটে ইসরায়েলি বসতিতে হামলা চালিয়েছে। কিন্তু এ হামলা নির্দিষ্ট কোনো জায়গা থেকে শুরু হয়নি, কিংবা আগে থেকে সতর্কতাও ছিল না। ইসরায়েল দাবি করেছে, তারা কোনো প্ররোচনা দেয়নি। কিন্তু সেটা কতটুকু বিশ্বাসযোগ্য তা কেউই বলতে পারে না। পশ্চিমা দেশগুলোর সরকারগুলো ভালো করেই জানে, গাজার ফিলিস্তিনিদের প্রকৃতপক্ষে কতটা প্ররোচিত করা হয়েছে। কেননা এসব সরকার দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে আসছে, তাতে সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনিদের তাদের জন্মভূমি থেকে বিতাড়ন এবং বাকি যারা আছেন, তাদের বসতিতে বন্দি করে রাখার ঘটনায় পশ্চিমা সরকারগুলো সমর্থন দিয়ে আসছে। গত ১৬ বছরে ইসরায়েলের প্রতি পশ্চিমাদের পৃষ্ঠপোষকতা একবারও দোদুল্যমান হয়নি। এমনকি গাজার পশ্চিমাঞ্চলের ছিটমহলকে ইসরায়েল খোলা আকাশের নিচে বিশ্বের সবচেয়ে বড় কারাগার থেকে ভয়ংকর নির্যাতনের শিবিরে পরিণত করার পরও তাদের সেই সমর্থনে একবিন্দুও চিড় ধরেনি। রেশন করে ফিলিস্তিনিদের খাবার ও বিদ্যুৎ-জ্বালানি দেওয়া হয়। জীবনের অত্যাবশ্যকীয় প্রয়োজনগুলো মেটাতে দেওয়া হয় না। ধীরে ধীরে তাদের সুপেয় পানির উৎস বন্ধ করে দেওয়া হয়। হাসপাতালগুলোয় চিকিৎসার উপকরণ ও ওষুধপত্র পৌঁছাতে বাধা দেওয়া হয়। ফলে এটি কোনোভাবেই অজ্ঞানতাজনিত সমস্যা নয়। ইসরায়েলের এসব অপরাধ সম্পর্কে ঠিক সময়েই জানতে পেরেছে পশ্চিমা সরকারগুলো। নিজেদের দূতাবাসের কর্মকর্তাদের গোপন তারবার্তায় এবং মানবাধিকার সংস্থাগুলোর অসংখ্য প্রতিবেদনে তারা জাতিবিদ্বেষী রাষ্ট্র ইসরায়েলের অপরাধের কথা জেনে আসছে। এখন পর্যন্ত পশ্চিমা রাজনীতিবিদরা ইসরায়েলিদের আগ্রাসন বন্ধে কিছুই করেননি। কোনো অর্থপূর্ণ চাপ তারা দেননি। উল্টো তারা ইসরায়েলকে অবারিতভাবে সামরিক, আর্থিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে পুরস্কৃত করেছেন। ১৯১৪ সালে নেতারা ছিলেন স্লিপওয়াকার। তারা ছিলেন সজাগ অথচ দেখতে অক্ষম তথা স্বপ্নগ্রস্ত। পৃথিবীতে যে ভয়াবহতা তারা নামিয়ে আনতে যাচ্ছিলেন, তার বাস্তবতা সম্পর্কে তারা ছিলেন একেবারে অন্ধ। ইতিহাসবেত্তা ক্রিস্টোফার ক্লার্কের লেখা স্লিপওয়াকারস বইয়ে এভাবেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনালগ্নের কাহিনি বিধৃত হয়েছে। এই বইয়ে ক্লার্ক তৎকালীন সাম্রাজ্যবাদ এবং মস্তিষ্কবিকৃতিপ্রসূত একটি বহু মেরুর বিশ্বের নকশা এঁকেছেন এবং তিনি প্রথম বিশ্বযুদ্ধের দায় কোনো একক শক্তির ওপর চাপানো থেকে বিরত থেকেছেন। তার বদলে তিনি ব্যাখ্যা করেছেন, কীভাবে রাজনৈতিক নেতারা শান্তির সুবিস্তীর্ণ সম্ভাবনাকে একলহমায় একটি ভুল পদক্ষেপের মাধ্যমে সংকুচিত করে ফেলেছিলেন এবং কীভাবে এক ভয়ানক বৈশ্বিক বিপর্যয়ের দিকে তারা ভূতগ্রস্তের মতো হেঁটে গিয়েছিলেন, যার ফল হিসেবে প্রায় দুই কোটি লোককে মরতে হয়েছিল। যুদ্ধই একমাত্র সমাধান। এই বিশ্বাসে নিজেদের অটল রাখতে গিয়ে আজ আরও একবার আমাদের রাজনৈতিক নেতারা সংকটের পর সংকটের মধ্য দিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। তবে সে সময়কার নেতাদের সঙ্গে আজকের নেতাদের প্রধান পার্থক্য হলো, এই সময়ের নেতারা ভূতগ্রস্ত হয়ে ঘুমের মধ্যে হেঁটে হেঁটে যুদ্ধের ময়দানে যাচ্ছেন না। তারা যা করছেন, তা চোখ মেলেই করছেন। কয়েক মাস ধরে বিশ্বের লাখ লাখ মানুষ গাজায় যুদ্ধবিরতির জন্য বিক্ষোভ করছে। যাতে করে প্রাণহানি বন্ধ করা যায় ও সহিংসতার চিরস্থায়ী চক্রের অবসান ঘটে। কিন্তু এই বিক্ষোভকে পাত্তাই দেওয়া হচ্ছে না। বরং উল্টো অপদস্ত করা হয়েছে। এমনকী বিক্ষোভকারীদের চরিত্র হনন করা হয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েল ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এখন বোঝা যাচ্ছে, বিশ্ব চালানো বড় বড় শক্তি যদি এই লড়াইয়ে নিজেদের নাও জড়ায়, তাহলেও ইরানের সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের মানবিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিণতি সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়কর ডেকে আনবে। ইরানের সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যে নিকৃষ্টতম দুর্দশা দেখতে হবে, তা বোঝার জন্য আলাদা করে আমাদের কল্পনা করতে হবে না। কারণ, ১৪ এপ্রিল ইরানের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল কী পদক্ষেপ নেবে, তা যখন ইসরায়েল বিবেচনা করছিল, ঠিক সেই মুহূর্তেও তারা গাজায় অব্যাহতভাবে ফিলিস্তিনিদের ওপর বোমা ফেলছিল। কয়েক মাস ধরে মনুষ্য সমাজ এমন এক মাত্রার ভয়াবহতা সহ্য করতে বাধ্য হয়েছে, যা মানুষকে চিরকাল তাড়িয়ে নিয়ে বেড়াবে। গাজায় শত শত পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।