মেট্রোরেলের উপকারভোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মেট্রোরেল বাস্তবায়ন দেশের যোগাযোগব্যবস্থার অগ্রগতির মাইলফলক। আমাদের মেট্রোরেলে ভাড়া নির্ধারণের শুরুতেই পাশের দেশগুলোর তুলনায় দুই থেকে তিন গুণ বেশি ভাড়া নির্ধারণ করা হয়। এরপরও ভাড়ার সঙ্গে ভ্যাট যোগ করে ভাড়া বৃদ্ধির একটি গুঞ্জন শোনা যাচ্ছে। গত বছরই মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর চেষ্টা ছিল। সরকারের সম্মতি না থাকায় তা যোগ হয়নি। কিন্তু এবার আসন্ন বাজেটে মেট্রোরেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। মেট্রোরেল থেকে বছরে ১০০ কোটি টাকা আদায় করতে চায় এনবিআর। মুদ্রাস্ফীতির কারণে জনজীবন যেখানে অস্থিতিশীল, সেখানে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট আরোপ হলে সাধারণ যাত্রীদের চলাচল কষ্টকর হয়ে উঠবে। ভ্যাট আরোপের ফলে ১০০ টাকার বর্তমান ভাড়া ১১৫ টাকা হবে। এই টাকা মেট্রোরেলের যাত্রীদের পকেট থেকেই আদায় হবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মেট্রোর যাত্রা ভাড়া বাড়ানো সে উদ্দেশ্যকে ব্যাহত করবে। নিম্ন আয়ের মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে। মেট্রোরেল সেবা খাত, সেই সেবা থেকে মানুষকে বঞ্চিত না করে বরং মেট্রোর ভাড়া কমিয়ে অন্যান্য দেশের মতো সহনীয় করে তোলা হোক।
মাবিয়া ইয়াসমীন, আগারগাঁও, ঢাকা