নিয়মের মধ্যে আনুন সিএনজি অটোরিকশা
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিয়মনীতির বালাই নেই ঢাকায় চলাচলরত সিএনজি অটোরিকশা সার্ভিসে। একজন চালকও মিটারে নির্ধারিত ভাড়ায় চলে না, তবে মিটার চালানো থাকে। মিটারে ৬০ টাকা ভাড়া উঠলেও দিতে হয় ২০০ টাকা। কম দূরত্বে সিএনজি অটোরিকশার সীমাহীন নৈরাজ্যে যাত্রীদের দফারফা। আবার সড়কে সিএনজি অটোরিকশার বেপরোয়া চলাচল ৪ দশমিক ৫৬ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী। সংবাদমাধ্যম থেকে জানা যায়, রাজধানীতে এখন ১৫-১৬ হাজার বৈধ সিএনজি অটোরিকশা চলাচল করছে। যাত্রীসেবা নিশ্চিত করা, মিটারে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী যাত্রী পরিবহন, মিটারের ভাড়ায় স্বল্প দূরত্বেও যাতায়াত করার শর্তে সরকার সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি দেয়। কিন্তু এসব নিয়মের কোনো তোয়াক্কা করেন না সিএনজি অটোরিকশার চালকরা। আমরা চাই সিএনজি অটোরিকশা নিয়মনীতির মধ্যে আসুক। যাতে করে চলাচলে নগরবাসীর স্বস্তি ফেরে।
মনজিয়া মোস্তফা ওহী, ধানমন্ডি, ঢাকা