বাসের স্টাফদের নৈতিকতার প্রশিক্ষণ দিন
মোজাম্মেল হক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বাস। বাসে চড়ে মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। এছাড়া দৈনন্দিন প্রয়োজনে প্রতিনিয়ত বাসে চড়া মানুষের সংখ্যা বিপুল। অনেক সময় বাসের সুপারভাইজার এবং হেলপারদের খারাপ আচরণের শিকার হন অনেক মানুষ। বিশেষ করে ঈদের সময় খারাপ আচরণ অনেকটা বেড়ে যায়। মাত্রাতিরিক্ত ভাড়া, সিট না দিয়ে দাঁড়িয়ে রাখাসহ বিভিন্ন কটু কথা শুনতে হয় বাসযাত্রীদের। এছাড়া লোকাল বাসের কিছু কিছু সুপারভাইজার মহিলা যাত্রীদের উত্ত্যক্ত করে। কেউ কেউ ভিড়ের সুযোগ নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাদের কৌশলে স্পর্শ করে। যা খুবই অন্যায়। অনেকেই এই অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না। কেউ কেউ প্রতিবাদ করলেও তার জবাবে তারা বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নেন। তাদের বক্তব্য থাকে ইচ্ছাকৃতভাবে টাচ করিনি, যাতায়াত করতে গিয়ে লেগেছে। অথচ, তারা একটু সতর্ক হলে এমনটা হওয়ার কথা না। এছাড়া বাসগুলোর সিটে সমস্যা থাকা, দুর্গন্ধ হওয়া, বাসগুলোর বিভিন্ন স্টেশনে অতিরিক্ত সময় থেমে থাকা গরমের দিনে যাত্রীদের অনেক বিড়ম্বনায় ফেলে। যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারদের প্রয়োজনীয় নৈতিকতার প্রশিক্ষণ দিলে বাসযাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি বাড়বে।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।