ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

নারীর মর্যাদা

শাহরিয়া আশরাফী স্নিগ্ধা
নারীর মর্যাদা

শুধুমাত্র একটা দিবসে নয়, নারীরা তাদের মর্যাদা পাক প্রতিদিন। নারীদের নিয়ে অনেক সংগঠন আছে, আন্তর্জাতিক নারী দিবসও আছে। কিন্তু তাতেও নারীদের সত্যিকার সম্মান সমাজে দেওয়া হয় না। নারী-পুরুষের বৈষম্য আজও প্রকটভাবে বিরাজমান। প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবহেলিত। শিকার হচ্ছেন নানা ধরনের প্রতিকূলতার। যৌন হয়রানি থেকে শুরু করে নারী নির্যাতন, বাদ যাচ্ছে না কিছুই। নারীদের নিয়ে অনেক আইন থাকলেও তার শিকিভাগও কার্যকর না। আইনের আশ্রয় নিতে গেলেও হিতে বিপরীত হয়। উল্টো নারীদেরই পড়তে হয় বিপাকে। তাই নারীদের নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখুন। বছরের এক দিন আন্তর্জাতিক নারী দিবস পালন না করে এটা লালন করুন প্রতিদিন। নারীরা যেন সকল ক্ষেত্রেই তাদের অধিকার পায় সেদিকে খেয়াল রেখে তাদের বিকশিত হওয়ার সুযোগ দিন। নারী অধিকার নিশ্চিত করুন।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত