ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কৃষি জমিতে স্টেডিয়াম

মোহাম্মদ আল-আমিন
কৃষি জমিতে স্টেডিয়াম

চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর আলগী মৌজায় প্রান্তিক কৃষকদের একমাত্র সম্বল কৃষি জমিতে নির্মিত হতে যাচ্ছে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম। প্রায় সাড়ে তিন একর কৃষি ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। ফলে কৃষকরা ভূমিহীন হয়ে যাবে। যেখানে কৃষকরা বছরে তিন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন। তাছাড়া ধান, গম, ভুট্টা, পানের বরজ, পাট ও সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। গবাদি পশুর জন্য ঘাসের ব্যবস্থাও করেন। ভূমিহীন কৃষকরা জমি বর্গা এবং ইজারা নিয়ে নিজেদের অন্নের সংস্থান করেন। তাছাড়া উপজেলার অধিকাংশ জমি নদীর ভাঙ্গনে বিলীন এবং ২নং উত্তর আলগী ইউনিয়ন ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মানুষের জীবনযাপনের উপর ব্যাপক প্রতিকূল প্রভাব পড়বে। এছাড়া স্টেডিয়াম নির্মাণ হলে আশপাশের কৃষি জমি বন্যায় প্লাবিত হবে। অতএব, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি, যাতে ফসলি জমি অধিগ্রহণ করে স্টেডিয়াম নির্মাণ করা না হয়।

শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত