চি ঠি প ত্র
নেত্রকোনার বেহাল সড়ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা জেলার মদন উপজেলার সেন্টারের মোড় থেকে বাড়ীভাদেরা গ্রামের পুরো রাস্তাটি এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু কয়েক বছর ধরে সড়কটি বেহাল। একটু বৃষ্টি হলেই রাস্তাটি হাঁটার অনুপযোগী হয়ে পড়ে। আটপাড়া উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ রাস্তা দিয়ে জীবিকা, শিক্ষা, চিকিৎসাসহ নানান কাজে মদন উপজেলায় এসে থাকেন। মদন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আটপাড়া উপজেলার অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। গ্রামগুলোর মানুষের জন্য মদন উপজেলার হাসপাতালে আসা সহজ। আরেকটি বিষয় হলো একটি স্বনামধন্য কলেজ উক্ত রাস্তার পাশেই।বৃষ্টি হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্যই এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুব কষ্টকর হয়ে উঠে। আমার বাবা পেশায় দরজি। উনি মদন উপজেলার মহিউদ্দিন মার্কেটে দরজির কাজ করেন। আমাদের গ্রামটি আটপাড়া উপজেলার একটি গ্রাম (দেওশ্রী)। আমার বাবা প্রতিদিন ওই রাস্তা দিয়ে সাইকেলে করে যাতায়াত করেন। ঈদে বাড়ি গিয়ে স্বচক্ষে দেখেছি বেহাল রাস্তার কারণে বাবার যাতায়াত করতে কত কষ্ট হয়। শুধু আমার বাবার নয়, বৃদ্ধ-নারী-শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ সকলই এই ভোগান্তির শিকার। বাড়ীভাদেরা গ্রামটি মদন পৌরসভার অন্তর্ভুক্ত। তবু কেন রাস্তাটির এই অচলাবস্থা তা আমার মাথায় আসে না। বাড়ীভাদেরাসহ আশপাশের এলাকাগুলোর সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
তানিয়াল হোসেন - সাবেক শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়