ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিপাশার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে হবে

জোবাইদুল ইসলাম
বিপাশার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে হবে

১৬ আগস্ট, অকালপ্রয়াত নজরুল-সংগীত শিল্পী ও সংগঠক বিপাশা গুহঠাকুরতার জন্মদিন। তার চলে যাওয়ার দু’বছর গত হয়েছে ২৯ এপ্রিল। নজরুল ভুবনে তার চলে যাওয়া এক অপরিসীম শূন্যতা তৈরি করেছে। রবীন্দ্রনাথের গান বা কবিতা যে হারে বাঙালির মধ্যে চর্চা বা মূল্যায়ন হয়েছে, সেই হারে নজরুলের গান কবিতার চর্চা হয় না। সব জায়গায় তুলনামূলকভাবে নজরুল অবহেলিত। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। বিশ্ব দরবারে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে লালন করছি, তুলে ধরছি নজরুল তার ধারের কাছেও নেই। কিন্তু বাংলা গান ও সাহিত্য সংস্কৃতির অঙ্গনে এই দুই কালপুরুষের অবদান অসামান্য। দুজনেই আমাদের সম্পদ। তারা দুজনেই আমাদের বাংলা সাহিত্য ও সংগীতকে সমৃদ্ধ করেছেন।

আমাদের গবেষণা ও চর্চায় রবীন্দ্রনাথ অনেক এগিয়ে। নজরুলকে আবেগে ধারণ করলেও প্রচার-প্রসার ও মর্যাদার স্থানে প্রথম সারিতে নেই তিনি, এটি আমাদের দুর্ভাগ্য। বিশ্ব দরবারে নজরুলকে পৌঁছাতে আমাদের কার্পণ্য আছে। তার সৃষ্টি বিভিন্ন ভাষাভাষিদের কাছে তেমনভাবে তুলে ধরতে পারিনি। এটি আমাদের চরম ব্যর্থতা। অথচ অল্প সময়ে ক্ষুধার্ত অসচ্ছল নজরুল চরম প্রতিকূলতায় যা সৃষ্টি করেছেন তা আর কারো পক্ষে সম্ভব কি না জানি না। তিনি বিস্ময়কর এক প্রতিভা। তিনি সেরার সেরা, বিস্ময়ের বিস্ময়। তিনি সাম্যের, অসাম্প্রদায়িকতার, মানবতার, প্রেমের, ধর্মের, সব বর্ণের, সংগ্রামের, প্রেরণার, নির্যাতিতের, আপসহীন উন্নত শিরের কবি। তার গানে যে বৈচিত্র্য আর সুর তালে বিভিন্নতা তা বাংলা কোনো গানেই নেই। যেমন তার জীবন সংগ্রাম আর বৈচিত্র্যময় তেমনি তার সকল সৃষ্টি অপ্রতিদ্বন্দ্বী। নজরুল আমাদের বাংলা শব্দ ভান্ডারকে চমৎকারভাবে সমৃদ্ধ করেছেন। তার কবিতায় যে ছন্দ আর শব্দ প্রয়োগ, তার মুন্সিয়ানা পৃথিবীর কারো লেখায় নেই। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি। তিনি তার গানে যে কথা সুর আর তালের সৃষ্টি করেছেন তার ধারের কাছেও যাওয়া অন্য কারো পক্ষে সম্ভব কি না জানি না। ভারত বর্ষের স্বাধীনতার জন্য সরাসরি তার অবদান আর কোনো কবি সাহিত্যিকের আছে কি না জানি না। যে কোনো সংগ্রাম আর নিপীড়নের বিরুদ্ধে শক্তি সাহস প্রেরণা নজরুলের গান ও কবিতা। সেই নজরুল আমাদের ধমণীর শিরা-উপশিরায় থাকলেও তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আশাব্যঞ্জক কিছু করতে পারিনি। যে ক’জন আমাদের দেশে নজরুল নিয়ে কাজ করছেন তাদের আমাদের স্যালুট। নজরুল একাডেমি ছাড়াও বিভিন্ন জেলা শহরে নজরুলের গান নিয়ে কাজ কিছুটা হচ্ছে। কিন্তু কবিতা খুবই নিগৃহীত। এদেশের কবিতা আবৃত্তির ধারক বাহকরা রবীন্দ্রনাথের কবিতা যতটা আবৃত্তি করে সুখ পান, কেন জানি না ততোটাই নজরুলের কবিতা আবৃত্তিতে অনীহা প্রকাশ করেন। সমকালীন কবিদের তথাকথিত আধুনিক কবিতার জয়জয়কার আর নজরুলের কবিতা সেকেলে ভাবের বলে আবৃত্তির কণ্ঠে তা উচ্চারিত হয় না। রবীন্দ্রনাথ যেমন সর্বকালে আধুনিক কবি, তেমনি নজরুলও সর্বকালের আধুনিক কবি। তার কবিতায় যেমন প্রেম উথলি ওঠে বিরহে অশ্রু ঝরে তেমনি, সংগ্রামে রক্তে আগুন লাগে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প যখন আকাশ বাতাস কলুষিত করে, তখন নজরুলের গান-কবিতা অসাম্প্রদায়িক চেতনায় আমাদের মহীয়ান করে। সাম্য, অধিকার, উঁচু-নিচুর ব্যবধান ভেঙেচুড়ে চুরমার করে একাকার করার শক্তি প্রেরণা তার কবিতা গানে আমরা পেয়েছি। নজরুলের সব সৃষ্টি অনবদ্য অফুরন্ত, আকাশচুম্বী মর্যাদার। সেই নজরুলের গানকে চারিদিকে ছড়িয়ে দেয়ার কাজ যে ক’জন করছিলেন তাদের মধ্যে বিপাশা গুহঠাকুরতা অন্যতম। কমল দাসগুপ্ত, কাননবালা দেবী, ফিরোজা বেগম, সোহরাব হোসেন, ফেরদৌসী বেগম, খালিদ হোসেন, নীলুফার ইয়াসমিন প্রমুখের পরের প্রজন্মের মধ্যে নারী শিল্পীদের মধ্যে বিপাশা গুহঠাকুরতা অন্যতম। নজরুলের হারিয়ে যাওয়া গানগুলো শুদ্ধ সুরে বিভিন্ন মাধ্যমে গেয়ে নজরুলের সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে চাইছিলেন বিপাশা গুহঠাকুরতা। তিনি নিরলসভাবে গেয়ে যাচ্ছিলেন তার কালজয়ী গান। নজরুল চর্চায় ফাতেমাতুজ্জোহরা, পারভীন সুলতানা, নাসিমা শাহীন, শারমীন সাথী, শহীদুল ইসলাম খাঁন, মিজানুল ইসলাম খাঁন, নীলিমা আক্তারসহ অনেকেই আমাদের ধন্য করেছেন। বিপাশা শুধু গেয়ে নয়, সাংগঠনিকভাবেও নজরুলের সৃষ্টিকে এগিয়ে নিতে চেয়েছেন। তিনি উপলব্ধি করেছেন এককভাবে বা মুষ্টিমেয় কয়েকজনের পক্ষে এই মহান কাজ করা সম্ভব নয়। তাই তিনি সংগঠিত শক্তির চাহিদা অনুভব করেছিলেন। তিনি নজরুল প্রেমিদের সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে গেছেন। সৃষ্টি করেছিলেন প্রসঙ্গ নজরুল-সংগীত বা প্রনস। অনলাইনে এবং অফলাইনে প্রনস একটি সুপ্রসিদ্ধ সংগঠন। এই সংগঠনের আছে নিজস্ব ইউটিউব চ্যানেল পিএনএস অনলাইন। বিপাশার অকাল প্রয়াণে আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়েছি। প্রচণ্ড একটা আঘাত আমাদের বুকে হাহাকার তুলেছে। সদা হাস্যোজ্জ্বল, শিক্ষিত, মার্জিত, নিরহংকারি, বিশুদ্ধ নজরুল ভক্ত এক নক্ষত্রের ঝরে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। আমাদের হৃদয়ে তুমি থাকবে। তোমার শুরু করা অসমাপ্ত কাজ সুচারুরূপে করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তুমি শান্তিতে ঘুমাও, প্রিয় বিপাশা।

লেখক : সংগঠক এবং সংগীত ব্যক্তিত্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত