ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

ডাইনিং ব্যবস্থার সংস্কার চাই

ডাইনিং ব্যবস্থার সংস্কার চাই

কৃষি শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বাকৃবিতে ছেলেদের জন্য নয়টি এবং মেয়েদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে। বিগত দিনগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসের সর্বত্র প্রভাব বিস্তার করেছিল। এর প্রভাব হলগুলোতেও ছিলো। পূর্বে বাকৃবির হলগুলোতে ডাইনিং ছিল প্রথমব বর্ষকেন্দ্রিক। প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাধ্যতামূলক কুপন কাটতে হতো। কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্যও বাধ্যতামূলক ছিল। তবে খাবারের মান মোটেই সন্তোষজনক ছিল না। নিম্ন মানের চাল, খাবারে বৈচিত্র্য না থাকা, রান্নার মান ভালো না হওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, মূল্যবৃদ্ধি, আনুষঙ্গিক জিনিসের অপর্যাপ্ততাসহ প্রভৃতি অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের বহুদিন ধরেই। ফলে শিক্ষার্থীরা দিন দিন ডাইনিং বিমুখ হয়ে পড়ছে। বর্তমানে বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জনের পর সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব হলের সংস্কার করতে হবে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত সম্ভব উপযুক্ত কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে খাবারের মান বৃদ্ধি, মেন্যু বৈচিত্র্য, নায্যমূল্য ধার্য, সঠিক সময়ে পরিবেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে ডাইনিং ব্যবস্থাকে মানসম্পন্ন করা হোক।

শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত