বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কৃষক, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ২০২১ সালে চা-শ্রমিকদের মজুরি দৈনিক ৩০০ টাকা করার বদলে সাবেক প্রধানমন্ত্রী ১৭০ টাকা নির্ধারণ করলেন।
বর্তমানের বাজার মূল্যের সঙ্গে তুলনা করলে মাত্র ১৭০ টাকা মজুরি অমানবিক। চা-শ্রমিকদের ভূমি অধিকার এবং ন্যায্য মজুরি ব্যতীত তাদের জীবনমান উন্নয়ন অকল্পনীয়। বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার তুলনায় চা-শ্রমিকদের সবচেয়ে কম মজুরি দিয়ে থাকে।
বর্তমান সরকার বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গঠন অসম্ভব। চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হোক।
রিপন রুদ্র পাল
শিক্ষার্থী, শাবিপ্রবি