পরীক্ষায় আর যেন অনিয়ম না হয়
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিগত সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যেসব বোর্ড পরীক্ষা হয়েছে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি সেগুলো ছিল পরীক্ষার নামে প্রহসন। প্রশ্ন ফাঁস, অবাদ নকলসহ নানা অনিয়ম করা হয়েছে এসব পরীক্ষায়। কতিপয় দুর্নীতিবাজ শিক্ষককে নির্লজ্জভাবে পরীক্ষার হলে ঢুকে সব বিষয়ের উত্তর বলে দিতেও দেখা গেছে। ফলে অনেকে ঠিকমতো পড়ালেখা না করেও এ+ পেয়েছে এবং পাসের হার মাত্রাতিরিক্ত বেড়েছে। অথচ এভাবে পরীক্ষায় নকল চললে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেয়ার পরিবেশ কখনো তৈরি হয় না। এর ফলে ভবিষ্যতে ভালো শিক্ষক পাওয়াও কঠিন হবে। এভাবে পরীক্ষা নিয়ে বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। বলা হয়, কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করো। সুতরাং বিগত সরকার জাতিকে ধ্বংস করেছে। শিক্ষাব্যবস্থার প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীর মেধার উন্নতি। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়া লেখার মাধ্যমে মেধার উন্নতি ও বিকাশ ঘটাতে হবে। আগামীতে কোনো পরীক্ষার প্রশ্নফাঁস যেন না হয়, হলগুলোতে যাতে কোনো প্রকার দুর্নীতি এবং নকল না হয় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
সাবেক সহকারী শিক্ষক, উজান গোবিন্দী বিনাইরচর উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ