শহীদের রক্ত বৃথা যেতে পারে না
রেজাউল করিম খোকন, লেখক : অবসরপ্রাপ্ত ব্যাংকার, কলাম লেখক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মৃত্যুর ৩৬ দিন পর বাবা হয়েছেন আবদুর রাজ্জাক রুবেল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বারে গুলিতে নিহত রুবেলের স্ত্রী হ্যাপী আক্তার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। নিহত রুবেল দরিদ্র ছিলেন। বাস চালিয়ে সংসার চালাতেন তিনি। তার অকাল মৃত্যু এবং সন্তানের জন্মের পর পুরো পরিবার এখন দিশাহারা। পরিবার সূত্রে জানা গেছে, রুবেল ছিলেন তার বাবা-মায়ের একমাত্র ছেলে। বাবার মৃত্যুর পর রুবেলই পরিবারের হাল ধরেছিলেন। রুবেলকে হারিয়ে গত একমাস ধরে দুর্বিষহ জীবন পার করছে তার পরিবার। নিহত রুবেলের বৃদ্ধা মা হোসনেয়ারা বেগম নাতিকে কোলে নিয়ে কাঁদছেন। তিনি বলেন, বাবারে আমার ছেলে আজ বেঁচে থাকলে অনেক খুশি হইতো। কপাল পোড়া নাতিটা জন্মের পর তার বাবার মুখ দেখতে পারল না। বড় হয়ে বাবাকে খুঁজলে আমি কী জবাব দেব? রুবেলের স্ত্রী বলেন, আমার স্বামীর ইচ্ছা ছিল ছেলে সন্তান হলে রাইয়ান নাম রাখবেন। নাম রাইয়ানই রাখা হয়েছে। আমার একটি সুখী পরিবার ছিল, একটি গুলিতে নিভে গেল সব। সন্তানের মুখ দেখে যেতে পারল না তার বাবা। আমার স্বামীর কি অপরাধ ছিলো তাকে কেন ঘাতকরা গুলি করে মারল? দেশের জন্য শহীদ রুবেলের আত্মত্যাগ বিফলে যায়নি। তার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৭৬১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি। খসড়া প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি নিহত ও আহত হয়েছেন। সারা দেশে আহত হয়ে যারা হাসপাতালে গেছেন, তাদের ৩ হাজার ৪৮ জনের অবস্থা ছিল গুরুতর। তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কমপক্ষে ৫৩৫ জন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪৫০ জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায়। বাকি ১৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আন্দোলনে হতাহতের তালিকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। তালিকার কাজ এখনো চলছে। আন্দোলনের সময় মামলার ভয়সহ নানা কারণে নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছররা গুলিতে ৪০১ জনের চোখ নষ্ট হয়েছে। এর মধ্যে ১৯ জন দুই চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন। এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। এ ছাড়া দুইজনের দুই চোখে ও ৪২ জনের এক চোখে গুরুতর দৃষ্টিস্বল্পতা দেখা দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে এ তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৭ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত চোখে আঘাত নিয়ে ৮৫৬ জন ওই হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে ৭১৮ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চোখে অস্ত্রোপচার করতে হয়েছে ৫২০ জনের। গুলিতে দুই চোখের দৃষ্টি হারানোদের মধ্যে ছয়জন শিক্ষার্থী। বাকিদের মধ্যে শ্রমিক, গাড়িচালক ও চাকরিজীবী দুজন করে ছয়জন। একজন শিক্ষক। অন্য ছয়জনের পেশাগত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণঅভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দেশ ছেড়ে পলায়ন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের ‘প্রশাসন’ নির্দেশ দিয়েছিল। গুলির ঘটনাগুলোকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যু সনদ দিতে বলা হয়েছিল। ঢামেকে এত লাশ ধারণের সক্ষমতাও ছিল না। হেফাজতে নির্যাতনের শিকার ব্যক্তিদের অধিকাংশ ক্ষেত্রে পুলিশি মামলায় রিমান্ডের শিকার ব্যক্তিদের দায়িত্বরত চিকিৎসক মানসিক ও শারীরিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। একটি গবেষণায় দেখা গেছে, মাত্র ২০ শতাংশ মানুষ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বাকিরা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ট্রমার শিকার হয়ে বেঁচে থাকেন। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আজিমপুরে একজন ভদ্রলোক পুলিশের গুলিতে মারা গেছেন। তখন প্রশাসন চিকিৎসকদের নির্দেশ দিয়েছিল, পুলিশের গুলিতে মারা গেছে, এটা ডেথ সার্টিফিকেটে লেখা যাবে না। লিখতে হবে, তিনি দুর্ঘটনায় মারা গেছেন। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন এক বাংলাদেশ। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। প্রাণ খুলে কথা বলতে পারছি। এখন থেকে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে শহীদদের পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহীদদের অবদান স্মরণে ১৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি স্মরণ সভা করতে যাচ্ছে অর্র্ন্তবতী সরকার। রাজধানীর বিআইসিসিতে অনুষ্ঠেয় এ স্মরণসভার অনুষ্ঠান আয়োজনে ওই সভায় আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গত ১৭-১৮ জুলাই এবং ৪-৫ আগস্টের হত্যাযজ্ঞে শত শত মানুষকে প্রাণ দিতে হয়েছে। ১৯ জুলাই রাত ১২টা থেকে কারফিউ দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছিল আন্দোলন দমনের জন্য। ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনের সমন্বয়করা। তখন ঢাকার চারিদিক থেকে লাখো মানুষের মিছিল ছুটতে শুরু করেছিল ঢাকার কেন্দ্রস্থলের দিকে। ঢাকা থেকে পালিয়ে যেতে মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা। ৫ আগস্ট বেলা আড়াইটার দিকে যখন হেলিকপ্টার তাকে নিয়ে ঢাকা থেকে ভারতের উদ্দেশে উড়াল দিয়েছিল, তখন প্রায় ২০ লাখ মানুষের মিছিল রাজপথ ধরে শাহবাগ, গণভবন ও সংসদ ভবনের দিকে ছুটে যাচ্ছিল। এই লাখ লাখ মানুষ ঢাকায় জড়ো হয়ে হাসিনার ক্ষমতাচ্যুতি ও পলায়ন উদযাপন করছিল। উনসত্তরে সেই অভ্যুত্থানের সময় ঢাকার চিত্র, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের দৃশ্য এখনো চোখে ভাসে। সেনাশাসক এরশাদ যেদিন বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেনানিবাসে ফিরে গেলেন, সেদিন ঢাকা শহর ছিল মিছিলে মিছিলে একাকার। কিন্তু এবারের মিছিলের সঙ্গে সেই মিছিল, এবারের গণজাগরণের সঙ্গে সেই গণজাগরণের কোনো তুলনা হয় না। সেবার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থি জোটসহ বিভিন্ন দল। এরশাদের বিরুদ্ধে গড়ে উঠেছিল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পেশাজীবীরাও। কিন্তু এবারের আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। প্রচলিত ছাত্রসংগঠনও সেভাবে রাস্তায় নামেনি। নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, যাদের কেউ কেউ ছাত্রসংগঠন করলেও বেশিরভাগ ছিলেন সাধারণ ছাত্রছাত্রী। আন্দোলনের নেতৃত্বেও তারা বিরল যূথবদ্ধতার পরিচয় দিয়েছেন। শতাধিক সমন্বয়ক ও সহসমন্বয়ক নিয়ে অতীতে কোনো আন্দোলন এ দেশে গড়ে ওঠেনি। ডিবি অফিসে আটক থাকা ছয় সমন্বয়ককে দিয়ে সরকার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়ানোর পরও তাদের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি হয়নি। বাইরে থাকা সমন্বয়করা বলেছেন, এই বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। শুরুতে তাদের আন্দোলনটি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের নিরীহ দাবিতে। যে তরুণরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন, তাদের বয়স ২০ থেকে ২২ বছর। স্বাধীনতার অনেক পরে তাদের জন্ম। আন্দোলনকারী অনেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ছাত্ররা মধ্যরাতের নীরবতা ভেঙে হল ছেড়ে দলে দলে সড়কে বেরিয়ে এসেছিলেন। তখন পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ ছিল। অশান্ত হয়ে উঠেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উসকানিমূলক কথায়, যখন ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের উপরও হামলা চালিয়েছিল। সেই থেকে ক্যাম্পাসের আন্দোলন বৃহত্তর রাজপথে ছড়িয়ে যায়। নয় দফার আন্দোলন এক দফা অর্থাৎ শেখ হাসিনার সরকারের পদত্যাগে গড়ায়। এরপর কয়েকদিন ঢাকার রাজপথ নয়, সমগ্র দেশ হয়ে ওঠে আন্দোলনের মুক্তাঙ্গন। বাংলাদেশের এই আন্দোলনে দেখা গেছে এমন কিছু দৃশ্য যা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে চীনের তিয়েন আনমেন স্কোয়ারে ছাত্র আন্দোলনের পরই জীবনহানি সংখ্যার বিবেচনায় বাংলাদেশের এ ছাত্র আন্দোলনকে দ্বিতীয় বৃহত্তম ছাত্র আন্দোলন বলা যায়। বাংলাদেশের এই আন্দোলনে মানুষ হত্যাকাণ্ডের যে দৃশ্যাবলি দেখা গেছে, নৃশংস ও নির্মমতার দিক দিয়ে তা কেবল মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের হাতে বাঙালি হত্যাকাণ্ডের সঙ্গেই তুলনা চলে। সাভারের কাছে পুলিশের আর্মড পারসোন্যাল কেরিয়ার অথবা এপিসির ওপর থেকে গুরুতর আহত রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউিট অব সায়ন্সে অ্যান্ড টেকনোলজরি (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী ইয়ামিনকে পুলিশ সদস্যরা যেভাবে রাস্তার ওপর ফেলে দিয়েছে, তা দেখে মানুষ স্তম্ভিত হয়ে গেছে। শিক্ষার্থী ইয়ামিন গুলি ও পুলিশের পৈশাচিক নৃশংসতায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। রাস্তায় পড়ার পর তাকে নড়াচড়া করতে দেখা গেছে। তিনি টেনে টেনে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছিলেন। পুলিশ ইয়ামিনকে ছুড়ে ফেলেই শান্ত হয়নি। পশুর মতো টেনেহিঁচড়ে রাস্তার মাঝ বরাবর নিয়ে যায়, তারপর সড়ক ডিভাইডারের ওপর দিয়ে রাস্তার ওপর পাশে আছাড় মেরে ছুড়ে ফেলে। ততক্ষণে সে মরেই গেছে। একজন আহত শিক্ষার্থীকে এভাবে মেরে ফেলার দৃশ্যটি এখনো নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। দুনিয়ার যে কেউ এ নির্মম দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারবেন না। শিক্ষার্থী ইয়ামিন তো আহত ছিলেন, পুলিশের উচিত ছিল এমন পাশবিক আচরণ না করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়া। জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধ ক্ষেত্রেও আহত শত্রুকে চিকিৎসা দেয়ার রেওয়াজ আছে। এটি যুদ্ধ ক্ষেত্রও নয়। তার হাতে কোনো মারণাস্ত্রও ছিল না। তাহলে এমন করে তাকে মেরে ফেলা হলো কেন? আরো একটি ঘটনায়, পুলিশের তাড়া খেয়ে একজন তরুণ রামপুরার একটি নির্মাণাধীন ভবনে জালানার কার্নিশে আত্মরক্ষার জন্য আশ্রয় নেন। পুলিশের একজন সদস্য তার পিছু পিছু এসে দেখতে পেয়ে খুব কাছ থেকে তিন থেকে চারটি গুলি করে মারাত্মকভাবে জখম করে চলে যায়। তার পরপরই অন্য একজন পুলিশ সদস্য এসে আরো কয়েক রাউন্ড গুলি করে তরুণটির মৃত্যু নিশ্চিত করে চলে যান, যা ছিল খুবই নির্মম ও বর্ণনাতীত। অথচ পুলিশ অতি সহজেই তরুণটিকে গ্রেপ্তার করতে পারতেন। কারণ, তরুণটির জানালার কার্নিশ থেকে অন্য কোথাও পালিয়ে যাওয়ার পথ ছিল না। পুলিশের এ বর্বর আচরণ পৃথিবীর সব মানবতাবিরোধী অপরাধকে ছাড়িয়ে গেছে। পুলিশ সদস্যদের এমন বর্বর আচরণ দেখে জাতিসংঘের শিশু ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনিসেফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রশ্ন উঠেছে, আইনবহির্ভুতভাবে একে সিরিজের অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার নিয়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এসব অস্ত্রের বেআইনি ব্যবহার নিয়ে অভিযোগ তুলেছে। অথচ এসব অস্ত্র পুলিশের ব্যবহারের জন্য অন্তর্ভুক্ত করা যায় না। প্রাণঘাতী অস্ত্র কখনো নিরস্ত্র মানুষের বিক্ষোভ দমনে ব্যবহার করা হয় না।
জোর করে ক্ষমতায় আসা যায়, অনেক দিন থাকাও যায়। কিন্তু একসময় বিদায় অনিবার্য হয়। জনগণের কাছে প্রত্যাখ্যাত হতে হয়। শেখ হাসিনার করুণ বিদায়ের মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণ হলো। দেশের সাধারণ মানুষকে এ সত্যটা বুঝতে হবে, আমরা চাইলেও মুহূর্তের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে না। সব পর্যায়ের জুলুম, অবিচার, দুর্নীতি, অনাচার, বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও প্রকৃতিবান্ধব সমাজ প্রতিষ্ঠায় দরকার কাঠামোগত সংস্কার। প্রয়োজনীয় এ সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় না দিলে আমাদের চারপাশে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও আয়নাঘরের জনক-জননীরা আবার আমাদের জাহিলিয়াতের যুগে ফেরত নিয়ে যাবে।
ছাত্র-জনতার ঐক্যবদ্ধ এই আন্দোলনে আত্মদানকারী প্রতিটি শহীদ পরিবারে আজ অসীম শূন্যতা গ্রাস করেছে। কেউ প্রিয় সন্তান, আবার কেউ স্নেহশীল পিতা, কেউ আবার আদরের ভাই হারিয়ে ফেলেছেন গত জুলাই-আগস্টের রক্তাক্ত ভয়ংকর সময়ে। টগবগে উচ্ছ্বল প্রাণবন্ত উজ্জ্বল তরুণ-তরুণী, যুবক, কিশোর কিংবা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি হঠাৎ এভাবে অপ্রত্যাশিতভাবে পৃথিবী থেকে নির্মমতার শিকার হয়ে বিদায় নেবে, কেউ কল্পনাও করতে পারেনি। দেশ আজ দীর্ঘ সময় ধরে চেপে বসা দুঃসহ দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। ভয়ংকর নির্যাতন, অত্যাচার, হত্যাযজ্ঞের শিকার হয়েছে এদেশের সাধারণ মানুষ। আজ নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আমরা সবাই মুক্তির স্বাদ অনুভব করছি। কিন্তু আজকের এই বিজয় অর্জন, স্বৈরাচারমুক্ত পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারার সুযোগ লাভণ্ড এতো সব কিছুই আমরা অর্জন করেছি শত শত তরতাজা প্রাণের বিনিময়ে, অসংখ্য মানুষের মূল্যবান দৃষ্টিশক্তি হারানোর মতো বেদনাদায়ক ঘটনার বিনিময়ে। এখনো হাসপাতালে, আপন ঘরে আন্দোলনের সময় স্বৈরাচারী সরকারের দোসরদের নির্মমতার শিকার হয়ে হাজার হাজার মানুষ অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ মাথায় গুলিবিদ্ধ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হয়েছেন। এতো আত্মত্যাগ, বিসর্জন, তিতিক্ষা- আমরা যেন কোনোভাবেই ভুলে না যাই। যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা আজকের মুক্ত স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি তাদের প্রতি কোনোরকম অবহেলা, অপমান, লাঞ্ছনা অভাগা তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা যেন করা না হয়। তাদের উপযুক্ত সম্মান দিয়ে শহীদদের মর্যাদা দিতে হবে। সন্তানহারা, পিতৃহারা, ভাইহারা, বোনহারা পরিবারের সদস্যদের প্রয়োজনীয় পুনর্বাসন, সাহায্য সহযোগিতার ব্যবস্থা করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। তাদের মৃত্যু কিংবা আহত হওয়ার পৈশাচিক ঘটনাগুলোর জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানানো সম্ভব হবে। এর মাধ্যমে তাদের আত্মা শান্তি পাবে। আত্মদানকারী শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা তাদের ভুলবো না কোনোভাবেই।
লেখক : অবসরপ্রাপ্ত ব্যাংকার ও কলাম লেখক।