চি ঠি প ত্র
পোস্টারবিহীন শহর চাই
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও গ্রাম এলাকা পোস্টারে ছেঁয়ে থাকে সারা বছর। রাজনৈতিক, ব্যবসায়ীক, ব্যক্তিগত প্রচারের স্বার্থে হাজার হাজার পোস্টার দেখা যায় বিভিন্ন আনাচে-কানাচে। দেয়াল, ব্রিজের পিলার, বৈদ্যুতিক খুঁটিতেও টাঙানো থাকে পোস্টার। পাশাপাশি রশি বা বাঁশের মাধ্যমেও ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে রাখা হয়। ঢাকার এমন কোনো এলাকা নেই, যেখানে বিভিন্ন পোস্টার বা ব্যানার, ফেস্টুন দেখা যায় না। ব্রিজের পিলারে যদি ভাঙা কিংবা ফাঁটা থেকে থাকে, পোস্টার থাকার কারণে সেটাও চোখে পড়ে না। পোস্টারের কারণে রাস্তা ও শহরের সৌন্দর্য নষ্ট হয়। দেশের বাইরে থেকে কোনো পর্যটক এসে যদি পোস্টারে সয়লাব ঢাকার চিত্র দেখে, তাহলে দেশের ভাবমূর্তি কিছুটা হলেও নষ্ট হবে। সিনেমার অনেক পোস্টার রয়েছে যেগুলোতে অশ্লীলতার চিত্র দেখা যায়, পাশাপাশি কিছু তথাকথিত হারবাল কোম্পানির পোস্টারেও লেখা থাকে অশালীন বাক্য। যেগুলো দেখে ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা বিচলিত হতে পারে। তাই ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে রাস্তা, ব্রিজের পিলার, সীমানা প্রাচীরে লাগানো পোস্টার অপসারণ করা হোক। পাশাপাশি যত্রতত্র পোস্টার না টাঙাতে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করা হোক এবং অশ্লীল ও অশালীন পোস্টার টাঙালে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
ইমরান খান রাজ
দোহার, ঢাকা।