ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

সড়কবাতি প্রয়োজন

তাইয়িবা তাসনীম
সড়কবাতি প্রয়োজন

সন্ধ্যা নামার পরই চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার চারিদিক অন্ধকারে ছেয়ে যায়। সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর ওই পথে পথচারীদের চলাফেরা অনিরাপদ হয়ে পড়েছে। বাস টার্মিনাল এলাকায় সন্ধ্যার পর সড়কে বাতি না থাকায় তৈরি হয় গা ছমছমে পরিবেশ। সড়কে পর্যাপ্ত আলো না থাকায় বেড়ে চলেছে অপরাধের প্রবণতাও। সড়কবাতি না থাকার সুযোগ কাজে লাগিয়ে পথচারীদের টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী লুট করছে ছিনতাইকারীরা। টার্মিনালের পাশেই অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীনিবাস। ঘুটঘুটে অন্ধকারে চলাচলে নিরাপত্তাহীন একটি পরিবেশ তৈরি হয়েছে শিক্ষার্থীদের জন্যও। অনেকেই ক্লাস শেষে বিভিন্ন এলাকায় প্রাইভেট পড়ায়। তাদের ফিরতে সন্ধ্যা হলে ছিনতাইকারীসহ দুষ্কৃতকারীদের মুখে পড়ার শঙ্কাও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসের সামনের সড়কে থাকা বাতিটিও বিকল হয়ে রয়েছে। রাস্তায় প্রয়োজনীয় সড়কবাতি সংযোজনের সঙ্গে হলের সামনের বিকল বাতিটিও দ্রুত সচল করার দাবি জানাই।

অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত