রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকান

মাহবুবউদ্দিন চৌধুরী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সংবাদমাধ্যমে নানা সময় রাতের অন্ধকারে হাজার হাজার রোহিঙ্গার চোরাপথে বাংলাদেশে আসা এবং আসার অব্যাহত চেষ্টার কথা জানা যায়। যদিও সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের কড়া নজরদারি রয়েছে, তারপরও বিভিন্ন সময় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের খবর উদ্বেগজনক। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ এখন অনেক নিরাপত্তা ঝুঁকিতে। বর্তমান অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সমস্যা সমাধানে রাখাইনে জাতিসংঘের গ্র্যান্টেড অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন। যাতে করে বাস্তুচ্যুত মানুষের জন্য রাখাইনে জাতিসংঘের দ্বারা গ্র্যান্টেড নিরাপদ অঞ্চল তৈরির মধ্য দিয়ে রাখাইনে তাদের সহায়তা করার উপায় খুঁজে পাওয়া যায়। এর মাধ্যমে রাখাইনের বিদ্যমান সংকট সমাধানে একটি ভালো সূচনা হতে পারে এবং বাংলাদেশে হাজার হাজার নতুন শরণার্থীর প্রবেশ ঠেকানো যাবে। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি সমাধানযোগ্য ফর্মুলা উপস্থাপন করেছেন। যার মাধ্যমে সত্যিকার অর্থেই রোহিঙ্গা সমস্যার সমাধান মিলবে এবং বাংলাদেশ এই বিপুল শরণার্থীর বোঝামুক্ত হবে। এক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। অন্যথায় কোনোভাবেই বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে না।

ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা-১২০৪