বর্তমানে যুদ্ধের দামামা বাজছে নানা দিকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা ও চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধেরও কোনো লক্ষণ নেই। বরং ক্রমশ বিস্তৃতি ঘটছে এ যুদ্ধের। লেবাননে হিজবুল্লাহর উপরও ইসরায়েলের পক্ষ থেকে চাপিয়ে দেয়া হয়েছে যুদ্ধ। ফিলিস্তিনে যেভাবে প্রতিদিন ইসরায়েলি বাহিনী নিরীহ-নিরস্ত্র মানুষ হত্যা করছে, তাতে করে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ রূপ নিয়েছে রক্তাক্ত এক কালো অধ্যায়ে। এ যুদ্ধের অবসান কবে হবে, কে করবে এবং কীভাবে করবে তা নিয়ে সন্দিহান সমগ্র বিশ্ববাসী। বলা যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব। বর্তমান এই বিশ্বসংকটে প্রয়োজন জাতিসংঘের কার্যকর পদক্ষেপ। তাদের বিবৃতি দেয়ার ধারা থেকে বেরিয়ে আসতে হবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভয়াবহতাও কারো অজানা নয়। এসব যুদ্ধে ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যুদ্ধের ফলে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠার পাশাপাশি খাদ্যাভাব চরম পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এখন বিশ্বসম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। স্বার্থ ও ক্ষমতার লোভ পরিহার করে বৃহত্তর স্বার্থে নিজেদের মাঝে সহযোগিতার হাত বাড়ানোর মাধ্যমেই একটি সুন্দর ও শান্তির পৃথিবী গড়ে তোলা সম্ভব।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া