প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা

জুবায়েদ মোস্তফা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের চাহিদায় কখনো ভাটা পড়তে দেখা যায় না। প্রতিবছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয়। এটি সামুদ্রিক মাছ, কিন্তু এই মাছ বড় নদীতে ডিম দেয়। ডিম পাড়ার পর যখন বাচ্চা ছোট থেকে বড় হয়, ইলিশ মাছ পুনরায় সাগরে প্রবেশ করে। সাগরে ফিরে যাওয়ার পথে জেলেরা এই মাছ ধরে। ইলিশ মাছের প্রজনন মৌসুম চলছে এখন। প্রতিবছর জাতীয় মাছ ইলিশ ২২ দিন ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন মা ইলিশ বাচ্চা জন্ম দেয়। এ কারণে এক সংবাদ বিবৃতিতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মাছ ধরা, বিক্রি করাসহ যাবতীয় কাজে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই সময় একটি মা ইলিশ লাখ লাখ বাচ্চা ইলিশ জন্ম দেয়। তাই এই সময় ইলিশ ধরার নিষিদ্ধ সময় হিসেবে ঘোষণা করা হয়। এই কিছুদিন ইলিশ ধরা থেকে বিরত থাকলে অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। মা ইলিশ শিকার না করা মানেই কিছুদিনের ব্যবধানে লাখ লাখ নতুন ইলিশ পাওয়া। বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ। প্রতিবছর ইলিশ মাছ রপ্তানি করে প্রায় ৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। বিশ্বে আহরিত ইলিশের প্রায় ৮৬ শতাংশ আহরণ করা হয় বাংলাদেশে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল দুই লাখ ৯৯ হাজার টন, ২০১৯-২০ অর্থবছরে তা বেড়ে পাঁচ লাখ ৫০ হাজার টনে উন্নীত হয়েছে। এটি দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ। গত ১০ বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে ৬৬ শতাংশ। প্রায় ২৫ লাখ জনবল ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ দেশের জন্য ব্যাপক ক্ষতি। তাই বৃহৎ স্বার্থে ইলিশ ধরা বন্ধ করতে হবে প্রজনন মৌসুমে।

গোপালগঞ্জ