ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

মুহাম্মদ নুর রায়হান চৌধুরী
বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

বিদ্যুৎ একটি প্রয়োজনীয় ও অপরিহার্য সম্পদ। দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার বিদ্যুৎ উৎপাদনে নানা পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু দুঃখের বিষয়, বিদ্যুতের ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই আজো সচেতন নই। যত্রতত্র ও দীর্ঘক্ষণ বৈদ্যুতিক বাতি জ্বালানো, বিনা কারণে ফ্যান চালানোসহ নানাভাবে আমরা প্রতিনিয়ত বিদ্যুতের অপচয় করছি। অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অযথা বৈদ্যুতিক বাতি জ্বালানো, সড়কের বাতি সময়মতো বন্ধ না করাসহ নানাভাবে বিদ্যুতের অপচয় হচ্ছে। যা স্বচক্ষে দেখে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবগতও করেছি বেশ কয়েকবার। কিন্তু তাতে খুব একটা কাজ হয় না। আমাদের প্রত্যেকের উচিত ঘর-অফিস সবখানে যাবতীয় কাজে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়া এবং অন্যদেরও বিদ্যুতের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।

চট্টগ্রাম

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত