বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেলস্টেশনটি গত তিন যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। পরিত্যক্ত এই স্টেশনটি বর্তমানে মাদকসেবী ও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। বিশেষ করে, সন্ধ্যার পর এখানে বখাটেরা জড়ো হয়ে মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করে থাকে।
এদের কারণে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের পরিবেশ অনিরাপদ ও অস্বস্তিকর হয়ে উঠছে। তাই, শিক্ষার্থীরা এ সমস্যার দ্রুত সমাধান চায়।
তাদের দাবি, স্টেশন এলাকায় নিয়মিত পুলিশি টহল ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হোক। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উচিত, বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পদক্ষেপ গ্রহণ করা।
স্টেশনটি বাকৃবির সম্মান ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হওয়া উচিত। এই অবস্থায়, সক্রিয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, বাকৃবি স্টেশনে বখাটে ও মাদকসেবীদের নানা অনৈতিক কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে স্টেশনটি এলাকাটিকে সবার জন্য নিরাপদ করা হোক।
ঈষিকা হক ফাইজা
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়