ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হোক

আবদুর রহিম
বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হোক

সাধারণ মানুষের আয়ের সাথে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে জীবনযাত্রায় ছন্দপতন হচ্ছে। মুনাফাখোর ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ক্রেতাদের একপ্রকার জিম্মি করে অধিক মূল্যে পণ্য ক্রয়ে বাধ্য করছে। ফলে সাধারণ মানুষ তাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে না পারার কারণে আজ বাংলাদেশের বৃহত্তর নিম্নবিত্ত শ্রেণির মানুষ করুণ অর্থকষ্টে দিনাতিপাত করছে। অধিক মূল্যে পণ্য ক্রয়ের কারণে মাস শেষে ধারদেনা করে জীবন চালাতে হচ্ছে। নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থার কারণে দেশের বৃহত্তম জনগোষ্ঠী আজ দুর্ভোগে জীবন কাটাচ্ছে। এমতাবস্থায়, জনগণের দুর্ভোগ লাগবে পণ্যমূল্য স্থানীয় পর্যায়ে নিয়ে আসার জন্য বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাচ্ছি।

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত