ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

চট্টগ্রামের পরিবহনব্যবস্থার উন্নতি চাই

মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
চট্টগ্রামের পরিবহনব্যবস্থার উন্নতি চাই

জনসংখ্যা, আয়তন ও বাণিজ্যের দিক থেকে দেশের আলোচিত শহরগুলোর অন্যতম চট্টগ্রাম শহর হলেও এই শহরের পরিবহনব্যবস্থা ভয়াবহ বিপর্যস্ত। এক স্থান থেকে অন্য স্থানে যেতে পর্যাপ্ত ভালো বাস সার্ভিস পাওয়া যায় না। যেতে হয় সিএনজির মতো বিলাসবহুল প্রাইভেটে। এ ধরনের প্রাইভেট সার্ভিসে ভাড়াও অনেক, যা নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষজনের পক্ষে কষ্টকর।

এই শহরে যত্রতত্র লেগুনা সার্ভিস দেখা যায়। তবে এই লেগুনাগুলোর ভাড়াও অনিয়ন্ত্রিত। অধিকাংশ বাস সার্ভিস খুবই খারাপ। বিশেষ করে শহরের ২ নম্বর এবং ৩ নম্বর বাস। এই বাসগুলোতে যাত্রীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এত বেশিসংখ্যক যাত্রী ওঠানো হয়, দাঁড়ানোর মতো জায়গা পাওয়া দুষ্কর হয়ে যায়। বাসগুলো একটু পর পর থেমে যায় তাই চোর-পকেটমার সুযোগ নেয়। প্রতিনিয়ত বাস থেকে যাত্রীদের মোবাইল, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে যায়। এসব বিষয়ে অহরহ অভিযোগের পরও কর্তৃপক্ষের কোনো নজরদারি চোখে পড়ে না। চট্টগ্রাম শহরের উন্নয়ন ও অগ্রগতির জন্য পরিবহনব্যবস্থার সুন্দর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত