ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

বিধ্বস্ত ফসলি জমি

নাঈম ইবনে সালাম
বিধ্বস্ত ফসলি জমি

শীত মৌসুম শুরুর আগে বিভিন্ন ফসল রোপণে মনোযোগী হন আমাদের কৃষকরা। টাটকা তরকারি, পুষ্টিযুক্ত সবজিতে ভরে ওঠে গ্রাম থেকে শহরের বাজারগুলো। সম্প্রতি ফসল রোপণের এই শুরুর সময়ে ফুলকপি, বেগুন, শিম, মুলা, বাঁধাকপি, টমেটো, গাজর, পালংশাক, লালশাকসহ বিভিন্ন শীতকালীন সবজির চারা রোপণ করা হয়েছে। কিন্তু শামুকের তাণ্ডবে নষ্ট হয়ে যাচ্ছে সবজিগুলো। ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে রাতের বেলায় চারা পাহারা দিচ্ছেন কৃষক। ছোট পাঁচন ও লাঠি দিয়ে শামুক তাড়াচ্ছেন। সবজির চারার ওপরে বসে শামুক তার সরু লম্বা মুখ দিয়ে পাতা মুড়িয়ে গিলে খাচ্ছে। রাত হলেই বাড়ে এর ব্যাপকতা, বিভিন্ন গর্ত বা ছায়াযুক্ত স্থান থেকে বের হয়ে আসে এগুলো। প্রথমে চারাগাছের নরম অংশ বা কচিপাতা এরপর তাণ্ডব চালায় মূলে। এ অবস্থায় কৃষকের কপালে হতাশার ছাপ, কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। নাইলনের জাল দিয়ে বেড়া দিয়েও শেষ রক্ষা করতে পারছেন না। সরকারের কৃষি বিভাগকে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নইলে সামনে ভুট্টার মৌসুমেও কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হবে।

শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত