টাইম শিডিউলের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন ৭৯৯/৮০০ আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ও ৭৩৫/৭৩৬ আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। ট্রেন দুটি প্রতিদিন সকাল বেলা আধা-ঘণ্টা ব্যবধানে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ জামালপুর সরিষাবাড়ী হয়ে তারাকান্দি ও ভূঞাপুর পর্যন্ত যায়, পুনরায় একই রুটে ঢাকায় পৌঁছায়। বাজে টাইমিং, নিম্নধাঁচের লোকোমোটিভ ব্যবহার, আন্তঃনগর ট্রেনের ঘন ঘন স্টপেজের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আপে ট্রেন প্রতিদিন ২/৩ ঘণ্টা বিলম্ব থাকায় তারাকান্দি, ভূঞাপুর থেকে ঢাকামুখী ডাউন ট্রেন ছাড়তেও ব্যাপক বিলম্ব হয়। ফলে সঠিক সময়ে পৌঁছাতে পারে না। ঢাকা কমলাপুর রেলস্টেশনে মধ্যরাতে এসে পৌঁছায়। এত রাতে স্টেশন থেকে ঢাকায় বিভিন্ন এলাকায় যেতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই মধ্যরাতে ছিনতাইকারীর কবলে পড়েন। এমন বাজে টাইমিংয়ের কারণে, চরম দুর্ভোগ ও মাঝরাতে ঢাকায় ছিনতাইকারীর কবলে জীবনের ঝুঁকি থাকার কারণে ট্রেন দুইটির যাত্রী দিন দিন কমে যাচ্ছে। যাত্রী কমে যাওয়ায় প্রতিনিয়ত রেলওয়ে কাঙ্ক্ষিত আয় থেকে বঞ্চিত হচ্ছে। তাই, ট্রেন দুইটির যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং যাত্রীবান্ধব টাইমিং দিলে রেলওয়ের রাজস্ব বাড়বে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ আশা করছি।
বোরহান উদ্দিন
সরিষাবাড়ী, জামালপুর।