রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকার সড়কে যেন ভোগান্তির শেষ নেই। ভাঙাচুরা, ক্ষতিগ্রস্ত সড়কের ফলে নানাভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরীর টিকাপাড়া, সাধুরমোড়, মোন্নাফের মোড়সহ আশপাশের এলাকার মানুষদের। সড়কটি মহানগরীর সাগরপাড়া বটতলা হতে নর্দান মোড় অবধি বিস্তৃত, সড়কটি দিয়ে দৈনিক গড়ে প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে এবং সব ধরনের যানবাহন চলাচল করে। সড়কটি মহানগরীর একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার পরেও দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে, এতে সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিপাত হলে পানি জমে সড়কটি একাকার হয়ে যায় ফলে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। এমন ভোগান্তি থেকে স্থানীয় অধিবাসীদের মুক্তি দিতে রাস্তাটি দ্রুত সংস্কার করতে প্রশাসন ও সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তামিম সিফাতুল্লাহ
সাধুর মোড়, রাজশাহী।