ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারগামী ট্রেনের লাকসামে যাত্রাবিরতি চাই

মো. ইব্রাহিম খলিল জসিম
কক্সবাজারগামী ট্রেনের লাকসামে যাত্রাবিরতি চাই

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালু হওয়ার পর থেকেই লাকসামবাসী অপেক্ষা করে আছেন যে, তাদের গুরুত্বপূর্ণ লাকসাম জংশনে কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে। এই কেন্দ্রটি শুধু কুমিল্লা জেলারই নয়, বরং নোয়াখালী, চাঁদপুরসহ আশেপাশের বেশ কয়েকটি জেলার মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে, লাকসামে কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতি থাকলে উপকৃত হবে শুধুমাত্র লাকসামবাসীই নয়, বরং আশপাশের বহু মানুষ। যারা সহজে ও সাশ্রয়ে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবে। বর্তমানে লাকসাম জংশন থেকে কক্সবাজার সরাসরি যাত্রার কোনো ব্যবস্থা না থাকায়, এসব এলাকার মানুষ কক্সবাজার যাওয়ার জন্য ঢাকায় এসে ট্রেনে উঠতে বাধ্য হন। এতে তাদের ভ্রমণের সময় ও অর্থ অতিরিক্ত ব্যয় হয়। যদি লাকসামে কক্সবাজারগামী ট্রেনের একটি যাত্রা বিরতি রাখা হয়, তবে এসব অঞ্চলের মানুষ সহজে লাকসাম থেকেই সরাসরি কক্সবাজারে যেতে পারবেন। এটি শুধুমাত্র যাত্রীদের সুবিধাই বাড়াবে না, রেলওয়ের জন্যও এটি হবে একটি লাভজনক পদক্ষেপ। প্রতিদিন লাকসাম, নোয়াখালী, চাঁদপুর এবং কুমিল্লার হাজারো মানুষ বিভিন্ন কাজ এবং পর্যটনের উদ্দেশ্যে কক্সবাজার ভ্রমণ করেন। তাদের সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ থাকলে, কক্সবাজারগামী ট্রেনের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে। লাকসাম এবং এর আশেপাশের মানুষ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এই দাবি পূরণের জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানাচ্ছে, যাতে এই গুরুত্বপূর্ণ সংযোগটি আরও কার্যকর ও লাভজনক করা যায়।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত