তুমি যদি মেধা দিয়ে আমায় তোমার তুল্য করো তবে স্যারেন্ডার। নাকে খত দিয়ে প্রমাণ করে দেবো- আমি বোকা এবং দুর্বল। মানুষ হিসেবে আমি প্রায় নির্বোধ শ্রেণির। তোমার জ্ঞানের হাটবাজারে আমি প্রায় ধুলো কুড়াই কিংবা তারও অযোগ্য। তেমন কিছুই জানি না। কার সাথে মেশা উচিত, কার পাশে বসা উচিত কিংবা কোথায়, কখন কী বলা উচিত- আমি বুঝি না। বুদ্ধি আমাকে বুঝতে দেয় না! খোদা দয়া করে মানুষ বানিয়েছেন, তোমার যুগে আমায় পাঠিয়েছেন এবং অল্প-বিস্তর রিজিক লিখে দিয়েছেন- এতেই আমার মস্তক বারেবারে অবনত হয়ে আসে। তোমার যেটুকু প্রাপ্য সম্মান সেটুকু দেয়ার জন্য আমার সমস্তটা জীবন বাজি ধরতে রাজি। তবুও তোমার অসম্মান-অমর্যাদা না হোক- সেটা সারাজীবন চাইব। তুমি যাতে কষ্ট না পাও কিংবা রুষ্ট না হও আমার কাজে, আমার দ্বারা তোমার হৃদয়ে আঘাত না লাগে- আমায় খোদা ততখানি বোকা করে রাখুক। অযোগ্যতার মাঝেও আমার কিছু যোগ্যতা খোদা দয়াপরবশ হয়ে দিয়েছেন। দেশের-দশের ভালো বুঝতে পারি। তুমি যে হাসতে হাসতে বুক ছিঁড়ে দাও বুঝতে পারি। তোমায় আরো যোগ্যতা দিক, আমায় আরেকটুখানি বিনয়। তুমি আমায় ব্যবহার করো, হাত-পা এবং বুদ্ধি দিয়ে মারো- তবুও যাতে ধৈর্য ধরে থাকতে পারি। তোমার পায়ের পাশে নত হয়ে বসতে পারি। আমার কথায়, আচরণে কিংবা ওঠাবসায় তোমার কোনো ক্ষতি না হোক- প্রার্থনাতে চাইতে থাকি।
তোমার অধিকার ক্ষুণ্ণ করে আমার জন্য কিছু চাইছি না। তবে ন্যায্যতাতে তোমার যাতে দয়া হয়। যুক্তিতে তুমিও যাতে সুখের জন্য চুক্তি করো। কেড়ে নিয়ে, দখল করে রাখতে পারো তবে পরজনমে ক্ষতিপূরণ দিতেই হবে। তোমার পরের পুরুষ দুনিয়াতে শোধ মিটাতে বাধ্য হবে। বোকা বলে, কম জানি বলে আমার কিছুই না বলে নিও না, জোর করে দখলে রেখো না। তুমি মেধাবী বলেই তোমার কাছে আমার ন্যায্য চাওয়া। নিয়ম মেনো আমার সোনা। বোকা হয়ে থাকার মাঝে কল্যাণ আছে। আমি বুঝতে পারি, তুমি কেমন। তোমার চরিত্র কেমন। দেশ বাঁচাতে নাকি দেশ বেচতে লড়ছো তুমি- ধরতে পারি। আমায় তোমার তুমি শত্রু ভাবো? আর ভেবো না। আর দখলে রেখো নাগো আমার ভাগের ভালোবাসা। তোমার মত মেধাবী নই তবে সত্য বুঝি। ফাঁকিবাজি, দলবাজি আর দখলবাজি কিংবা কারো দালালি- বোকারা এসব পারে নারে। যারা দেশ বুঝেছে, জীবন দেবে তাও দেশের ক্ষতি সইবে না-যে! তুমিও পারলে বোকা হইও। তখন অন্তত মানুষ ঠকানোর মত দুষ্টাচার তোমার মধ্যে জন্মাবে না। মেধাবী হও, দেশটা বাঁচাও। দেশটা গড়ো নিজের মনের মতো। পাশের দেশের বন্ধু হইও, দালাল হইও না। ঘরের টাকা পরের বাড়ি পাচার কইরো না। দেশটা তোমার, দেশটা আমার- এসো, দেশ বাঁচাতে শপথ করি। দেশ গড়তে মেধা-মনন খরচ করি। তুমি আদেশ দিও, আমি কর্মী হয়ে মানব তোমার সকল কথা। তবে কেউ ভুল ধরালে তাকে বুকে নিও। সবাই সবকিছুতে হয় না ফাঁকা। মেধাবী আর গাধার মাঝে এটুকুই ফারাক! শোন, তুমি বুদ্ধির শীর্ষে, আমি মূর্খের তলানিতে। তবু তুমি যে আলো, সেই আলোকেই পথ দেখি। ভুল পথে চলো না, ভুল পথে চালিও না- দোহাই খোদার।