ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

বায়ুদূষণ ঠেকাতে হবে

বায়ুদূষণ ঠেকাতে হবে

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা খুবই শোচনীয়। নদীর দুই পাশের বেশিরভাগ এলাকা দখল-দূষণে আক্রান্ত। দখলের কারণে কোনো কোনো স্থানে নদী ছোট হতে হতে এখন খালে পরিণত হয়েছে। বুড়িগঙ্গা এখন শুধু দেশেরই নয়, বিশ্বের অন্যতম দূষণাক্রান্ত নদী হিসেবে পরিচিত। দূষণের কারণে এ নদীর পানি তার স্বাভাবিক রং হারিয়ে ফেলেছে। বুড়িগঙ্গার দূষণ দেশের অন্য সব নদীর জন্যও কাল হয়ে দাঁড়িয়েছে; যা উদ্বেগজনক। একটি নদী একটি শহরের প্রাণ। কিন্তু শহর বাড়ার সঙ্গে সঙ্গে নদীকে গিলে ফেলার অবস্থা তৈরি হয়েছে দেশের অধিকাংশ শহরেই। ঢাকা শহরের চারপাশে বেশ কয়েকটি নদী। এর ভেতরে ছিল বহু খাল-বিল। দখল-দূষণে সবই এখন অতীত। তরুণ প্রজন্মকে বোঝাতে হয় এখানে এক খাল ছিল! একসময় বুড়িগঙ্গা নদী বর্ষাকালে যখন পানিতে ভরপুর থাকত, তখন দূর থেকে শহরকে দেখাত ভেনিস শহরের মতো।

বাস্তবতা হচ্ছে, বুড়িগঙ্গার আগের সে ঐতিহ্য আর এখন নেই। নদীর আশপাশের খালগুলোর অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া কঠিন। নদীগুলোর অস্তিত্ব বিলীনের পথে। বলা চলে দখল-দূষণে বুড়িগঙ্গা এখন করুণ অবস্থায়। তাই ঢাকা শহরের পরিবেশ সুরক্ষাই শুধু নয়, মানুষের নিঃশ্বাস ফেলতে সচল বুড়িগঙ্গা একান্ত জরুরি। বুড়িগঙ্গার বর্তমান বেহাল অবস্থা থেকে প্রাণ ফিরে পাবে এ প্রত্যাশা নগরবাসীর। বুড়িগঙ্গার এ বেহালদশা কারো কাম্য হতে পারে না। আমরা মনে করি, বুড়িগঙ্গাকে উদ্ধার করে হাতিরঝিলের আদলে প্রকল্প নেয়া যেতে পারে। এ ব্যাপারে সিটি কর্পোরেশন ও নৌপরিবহন মন্ত্রণালয় যৌথ উদ্যোগ নিতে পারে। বুড়িগঙ্গ নদী বাঁচাতে হবে। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে এ নদী রক্ষা করা যাবে না।

মো. হানিফ হোসেন, লালবাগ, ঢাকা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত