খাদ্য নিরাপত্তায় সচেতন হোন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ কৃষিনির্ভর। দেশের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের ভূমিকা অপরিসীম। কিন্তু যুগের পর যুগ তারা থেকে গেছে অবহেলিত ও বঞ্চিত। কৃষক মাঠে ঘাম ঝরিয়ে ফসল ফলান। অথচ তারা নিজেরাই ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। প্রযুক্তির যুগে বিশ্বের অনেক দেশ কৃষিকে আধুনিক করে তুললেও বাংলাদেশে এখনও কৃষিব্যবস্থা অনেকটা সনাতন পদ্ধতির ওপর নির্ভরশীল। এতে কৃষক তেমন লাভবান হতে পারছেন না। আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নত দেশগুলোয় কৃষক অধিক উৎপাদন করছেন এবং ভালো মুনাফা পাচ্ছেন। কিন্তু বাংলাদেশের কৃষকের অবস্থা একেবারে ভিন্ন। এখানে চাষাবাদে কৃষককে এখনও প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়। উন্নত যন্ত্রপাতির অভাব, সঠিক পরামর্শের ঘাটতি এবং কৃষি উপকরণের উচ্চমূল্য কৃষকের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে কৃষকের প্রতি আমাদের অবহেলা কোনোভাবেই কাম্য নয়। তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্য দিতে হবে। কৃষি খাত আধুনিক ও টেকসই করতে হলে সরকার, সমাজ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। মনে রাখতে হবে, কৃষকের হাসি মানেই দেশের হাসি।

আবদুল মান্নান, কমলাঘাট, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ