ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

টিসিবির পণ্য পেতে মানুষের ভোগান্তি

টিসিবির পণ্য পেতে মানুষের ভোগান্তি

টিসিবির পণ্য নিতে ভোগান্তির শিকার হতে হয় জনসাধারণের। কারণ, টিসিবি পণ্য বিক্রয়ে অব্যবস্থাপনার জন্য জনগণের দুর্ভোগের যেন শেষ নেই।

টিসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ অন্তহীন। টিসিবি কার্ড করতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পণ্য না পাওয়া, কার্ডবিহীন লোকদের কাছে পণ্য বিক্রি করে দেয়া কিংবা নিজেরাই পণ্য সরিয়ে ফেলে এমন অভিযোগও উঠেছে। কখনও ইচ্ছামাফিক নিয়ন্ত্রিত লোকজনের মাধ্যমে ঘুষ নিয়ে টিসিবির পণ্য বিতরণ করে সংশ্লিষ্টরা।

সাধারণ মানুষের সঙ্গে এই তামাশা বন্ধ করা হোক। কর্তৃপক্ষের সঠিক তদারকিতে টিসিবি পণ্য নিয়ে যারা সিন্ডিকেট তৈরি করেছে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা উচিত। সাধারণ মানুষ শান্তি পাক, তারা খেয়েপরে বাঁচুক।

আহাম্মদ উল্লাহ, শিক্ষার্থী, ঢাকা কলেজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত