ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

বিদ্বেষ নয়, পৃথিবী হোক ঐক্যের

সাদিক আহমেদ প্রান্ত
বিদ্বেষ নয়, পৃথিবী হোক ঐক্যের

একটা যুদ্ধে বা হামলায় যখন কেউ মারা যায়, তখন সেটা মানুষেরই প্রাণ যায়। একটি যুদ্ধ কখনও ধর্মের জন্য হয় না, বরং এটি সাধারণত অর্থনৈতিক এবং ক্ষমতার আধিপত্যের জন্য হয়। ইহুদি ধর্মাবলম্বীরা বিশ্বে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন- বিজ্ঞান, চিকিৎসা, আইন, শিল্পকলা- সবখানেই তাদের অবদান প্রশংসনীয়। অনেক ইহুদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেছেন। ইসরায়েল সরকারের দ্বারা ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘন আমাদের বিবেক নাড়িয়ে দেয়। শিশুহত্যা, দখল, অবরোধ- এসব কোনোভাবেই ন্যায্য হতে পারে না। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি পুরো একটি জাতি বা ধর্মকে ঘৃণার বস্তু বানিয়ে ফেলি, সেটা ঠিক নয়। বিচার হোক কাজের ভিত্তিতে। ইসলামের মূলনীতি হলো মানবতা, সহনশীলতা ও ন্যায়বিচার। তাই কাউকে তার ধর্ম, জাতি, লিঙ্গ, অঞ্চলের নামে বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না। চলুন, ধর্ম নয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি, বিভেদ সৃষ্টি না করে।

কাশিয়ানী, গোপালগঞ্জ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত