ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিনিয়োগ সম্মেলন

বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি মিলেছে
বিনিয়োগ সম্মেলন

ঢাকায় বিনিয়োগ সম্মেলন চলছে। আজ সম্মেলনের শেষ দিন। দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য গত সোমবার এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ৫০ দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সরাসরি বিনিয়োগ করবেন, এমন বিনিয়োগকারীদের পাশাপাশি বিশ্বের নামিদামি বেশ কিছু কোম্পানির শীর্ষ নির্বাহী কিংবা প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। সোমবার প্রারম্ভিক অধিবেশনেই নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়। এ তহবিল থেকে শুধু স্টার্টআপ বা কার্যক্রম শুরুর প্রথম পর্যায়ে থাকা কোম্পানিগুলোকে মূলধন জোগান দেয়া হবে। বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ঘুরে দেখেছেন বিনিয়োগের পরিবেশ ও সুযোগ সুবিধা। সম্মেলনে অংশ নিতে আসা বিনিয়োগকারীরার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

দৈনিক আলোকিত বাংলাদেশের প্রথম পাতায় ‘বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা, মিলেছে আশাও’ শিরোনামে গতকাল প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বিনিয়োগকারী যাতে দেশের বাজারে বিনিয়োগ করে, সেই চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। কারণ বিদেশি বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর। বাংলাদেশকে একটি শীর্ষ বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে রূপান্তরের প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশকে তাদের দক্ষিণ এশিয়ার উৎপাদন ও অপারেশন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেছে। ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ স্বাক্ষর করেছে বাংলাদেশ। ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ স্বাক্ষরকারী ৫৪তম দেশ বাংলাদেশ। এই চুক্তির ফলে বাংলাদেশ তার মহাকাশ গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে সক্ষম হবে। তবে এর সুফল হয়তো এখনই পাওয়া যাবে না, ২০ থেকে ২৫ বছর সময় লেগে যাবে। পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) এরইমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে।

এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগের সম্ভবনা দেখছেন। বিভিন্ন দেশ ও কোম্পানি থেকে এসেছে বিনিয়োগের বড় প্রতিশ্রুতি। এসব প্রতিশ্রুতি বাস্তবয়নের মাধ্যমে বাংলাদেশে এক নতুন দ্বার উন্মোচন হবে বলে সবার প্রত্যাশা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত