ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে কৃষি

মোকাবিলায় দায়িত্বশীল হতে হবে
জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে কৃষি

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। বাংলাদেশের অর্থনীতি ও জীবন-জীবিকা মূলত কয়েকটি খুঁটির ওপর ভর করে দাঁড়িয়ে আছে, যার অন্যতম কৃষি। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষিক্ষেত্রটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত হিসাবেও বিবেচিত। কারণ, এর উৎপাদনশীলতা পুরোপুরি নির্ভর করে তাপমাত্রা, বৃষ্টিপাত, রৌদ্রের সময়কাল এবং জলবায়ু সম্পৃক্ত কারণগুলোর ওপর। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে গ্রীষ্ম ও শীতকালে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির অস্বাভাবিক আচরণও লক্ষ করা যাচ্ছে। জলবায়ু পরির্তনের কারণে নদীভাঙন বাড়ছে। জলবায়ুর এ বিরূপ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিভিন্ন অভিযোজন কৌশল রপ্ত করতে হবে, যাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিকে মুক্ত রাখা যায়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষিকে টেকসই অবস্থানে টিকিয়ে রাখতে হলে ফসলের সহনশীল জাত উন্নয়নে জোর দিতে হবে। লক্ষ্য করা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশেষজ্ঞরা নানা পরামর্শ দিলেও বিভিন্ন মহলে বিষয়টি এখনও যথাযথভাবে গুরুত্ব পাচ্ছে না। এ বিষয়ক বিভিন্ন চুক্তি বাস্তবায়নে বিশ্ববাসী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এটা দুঃখজনক। এ বিষয়ক বিভিন্ন চুক্তি বাস্তবায়নে বিশ্ববাসীকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এ বিষয়ক ঝুঁকি মোকাবিলায় আমাদেরও নিজ উদ্যোগে আরও দায়িত্বশীল হতে হবে। যার মূল্য আমাদের দিতে হবে ভবিষ্যতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত