ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব বৈঠক

সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত

সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এখন ঢাকায়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক হয়। পরে আমনা বালুচ প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্যমূলক দেখা করেন। মূলত তিনি এসেছেন চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর চূড়ান্ত করতে। প্রায় ১৫ বছর পর দুই দেশের পররাষ্ট্র সচিবপর্যায়ের এ বৈঠক হয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রীর সফর হবে প্রায় ১৩ বছর পর।

ঢাকা-ইসলামাবাদের মধ্যে সম্পর্কের এই যোজন যোজন দূরত্বের কারণ স্পষ্ট। একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর নিপীড়নকে রাজনৈতিক স্বার্থে বড় করে দেখিয়ে তা জিইয়ে রাখা হয়। যদিও পৃথিবীর কোনো দেশই সাবেক ঔপনিবেশিক শক্তির সঙ্গে বৈরিতা চিরকাল পুষে রাখে না। কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে তাই ঘটে। মাঝখানে হিমালয়ের মতো উঁচু হয়ে উঠেছিল ভারতের আধিপত্যের দেয়াল। গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী এ দেশকে ভারতের সঙ্গে কার্যত একাকার করে ফেলেছিল। সেই সূত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হয়ে উঠেছিল নিছক দিল্লির বিদেশনীতির সম্প্রসারণ। পাকিস্তানকে বৈরী দেশ হিসেবে দেখার সেটিই কারণ। কিন্তু বর্তমান বিশ্বে পুরোনো শত্রুতা ধরে রাখা কাজের কথা নয়। এখন আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রধান নিয়ামক অর্থনৈতিক লেনদেন তথা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সহায়তা। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান রাজনৈতিক বা অন্য কোনো জটিলতা জিইয়ে রাখা উচিত নয়, যা অর্থনৈতিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করে। পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ আছে, যা এতদিন কাজে লাগানো যায়নি। এখন তা কাজে লাগাতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত