ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

কিশোর অপরাধ

মো. সজিব উদ্দিন
কিশোর অপরাধ

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু শৈশবের আনন্দমুখর জীবন পার করে কৈশোরে পদার্পণ করে। সমাজের সামাজিক পরিবেশ ও পারিবারিক পরিবেশের উপর ভিত্তি করে গঠিত হয় তার সামগ্রিক জীবন। পারিবারিক শিক্ষাই পারে একটি শিশুকে দেশপ্রেমী ও সঠিক মানুষে রূপান্তরিত করতে। পরিবার হচ্ছে শিশুর জীবনে সেরা ও প্রধান শিক্ষার জায়গা। দ্বিতীয় শিক্ষার স্থল হচ্ছে সমাজ। কৈশোরে সবাই সমাজে বেড়ে ওঠে। ধীর ধীরে সমাজের শিক্ষা নিজেদের মধ্যে নেয়ার চেষ্টা করে। সমাজের ভালো ব্যক্তিদের তারা অনুসরণ করে জীবনকে উদ্ভাসিত করতে চায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সমাজব্যবস্থা কাঙ্ক্ষিত নয়। ফলে কিছু কিছু কিশোর তৈরি হচ্ছে বখাটে, যা খুবই লজ্জার বিষয়। চারিদিকে মাদকদ্রব্যের সহজলভ্যতা কিশোর-কিশোরীদের গ্রাস করে ফেলেছে। মাদকাসক্ত কিশোরেরা গ্রুপ করে যাকে বলা হচ্ছে কিশোর গ্যাং, যা প্রতিনিয়ত ভয়-ভীতি ছড়াচ্ছে। পথেঘাটে মেয়েদের ইভটিজিং করে যাচ্ছে এসব কিশোর। সামাজিক শিক্ষা ও পারিবারিক শিক্ষাই পারে কিশোরদের এই পথ থেকে ফিরিয়ে আনতে। সুষ্ঠু ও বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তুলতে পারিবারিক ও সামাজিক শিক্ষার বিকল্প নেই। কাজেই কিশোরদের নামের আগে যাতে বখাটে বিশেষণটি না আসে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

শিক্ষার্থী, ঢাকা কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত