ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

ঢাকা কলেজের আবাসিক হলের সংকট দূর করতে হবে

রবিউল হাসান সাগর
ঢাকা কলেজের আবাসিক হলের সংকট দূর করতে হবে

ঢাকা কলেজ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার জন্যই নয় বরং ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করতে আসেন হাজারো শিক্ষার্থী। প্রতিবছরের মতো এবারের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরাও ভর্তি হন এ ক্যাম্পাসে। ছয় মাস পার হলেও এ সেশনের শিক্ষার্থীরা পাননি আবাসিক হল। যার জন্য শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বর্তমানে ঢাকা কলেজে কয়েকটি আবাসিক হল থাকলেও সেগুলো পর্যাপ্ত নয়। প্রায় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী থাকলেও আবাসনের সুযোগ পাচ্ছে সর্বোচ্চ ১৫-২০ শতাংশ শিক্ষার্থী। এর ফলে বাকিরা বাধ্য হচ্ছে মেস, সাবলেট বা আত্মীয়-স্বজনের বাসায় থেকে উচ্চমূল্যে বসবাস করতে।

ফলে অর্থনৈতিক চাপের পাশাপাশি পড়াশোনার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। এক্ষেত্রে ঢাকা কলেজের মাস্টার্সসহ যাদের পরীক্ষা এখন পর্যন্ত শেষ হয়ে গেছে হলে থাকার জন্য তাদের একটি বিদায় অনুষ্ঠানের মাধ্যমে হল থেকে স্ব-সম্মানে নিজের হলের সিট ত্যাগ করতে হবে। এবং উক্ত সিটে ২০২৩-২৪ সেশনসহ বাকি যেই সেশনগুলোতে রানিং শিক্ষার্থীরা এখনও সিট পায়নি তাদের সিট বরাদ্দ দিতে হবে।

তাহলেই আশা করা যায় সমস্যাটি সমাধান হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাদের জন্য একটি মানবিক, সুশৃঙ্খল ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা কেবল দায় নয়, এটি প্রশাসনেরও কর্তব্য। ঢাকা কলেজের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এটি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (২০২৩-২৪)

শিক্ষার্থী, ঢাকা কলেজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত