ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাচসাসের উদ্যোগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্রবিষয়ক সেমিনার

বাচসাসের উদ্যোগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্রবিষয়ক সেমিনার

মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও অবদানের জন্য বাচসাসের ৭ সদস্য পেলেন ‘বাচসাস সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২’। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা পেয়েছেন খ্যাতিমান সাংবাদিক আতাহার খান, সলিমউল্লাহ সেলিম, মাইনুল হক ভূঁইয়া, এ জেড এম রাহাগীর, এল এ সরকার বাচ্চু, বরুণ শংকর ও এস আর রেজা।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) বিজয় দিবস উপলক্ষে ২৭ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চলচ্চিত্রবিষয়ক সেমিনার ও বাচসাস সদস্য মুক্তিযোদ্ধা সম্মাননার আয়োজন করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস), শাবান মাহমুদ। বক্তব্য দেন বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। প্রবন্ধ পাঠ করেন রাফি হোসেন। সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি রাজু আলীম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত