ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গুগলে বেশি খোঁজা হয়েছে ‘বিটিএস’ তারকাদের

গুগলে বেশি খোঁজা হয়েছে ‘বিটিএস’ তারকাদের

আজ শেষ হয়ে যাচ্ছে ২০২২ সাল। তাই গত হয়ে যাওয়া বছরের নানান হিসেব-নিকেশ আসছে প্রকাশ্যে। প্রতি বছরের শেষ দিকেই ‘মোস্ট সার্চড’ তালিকা তৈরি করে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল। এবার সেই তালিকায় ‘বিটিএস’ তারকাদের রাজত্ব! এশিয়ান তারকাদের মধ্যে যাদের বছরজুড়ে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তাদের ১০০ জনের একটি তালিকা প্রকাশ্যে এসেছে। সেখানে প্রথম দুটি স্থান দখল করেছেন যথাক্রমে ভি ও জাংকুক। তারা দু’জনই কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সদস্য। যদিও এটাকে মোটেও বিস্ময়কর মনে করছেন না কেউ। কেননা, বিশ্বজুড়ে ‘বিটিএস’-এর জনপ্রিয়তা যে হারে বেড়েছে, তাতে এটাই স্বাভাবিক ছিল।

বিশেষ করে চলমান ফিফা বিশ্বকাপের থিম সংয়ে কণ্ঠ দিয়ে তো গোটা দুনিয়ার মন জিতে নিয়েছেন জাংকুক। শুধু এ দু’জনই নয়, তালিকায় দেখা গেল ‘বিটিএস’-এর সবার নাম। ষষ্ঠ স্থানে ব্যান্ডটির জিমিন, ১৪তম স্থানে সুগা ২০তম স্থানে জিন, ২৭তম স্থানে আরএম, ২৯তম স্থানে জিসু, ৩০তম স্থানে রোজ এবং ৩৬তম স্থানে রয়েছেন জে-হোপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত