‘প্রজাপতি’র মুক্তি নিয়ে বিতর্কে তৃণমূল-বিজেপি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

দীর্ঘদিন পর মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত নতুন সিনেমা ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছে। কিন্তু মুক্তির পর সিনেমাটি নিয়ে এক নতুন বিতর্ক শুরু হয়েছে। ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। দেব, মিঠুনরা চেষ্টা করেছিলেন ছবিটি কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি পাক। কিন্তু নন্দন কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়নি নির্মাতাদের। তাই এ নিয়ে কার্যত ক্ষোভ দেখা দেয় চিত্রনির্মাতা, মিঠুন ও দেবের মনে। তবু তারা এ নিয়ে প্রকাশ্যে তেমন জোরাল মুখ খোলেননি। মুখ খুলেছেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলেই দেবের সঙ্গে মিঠুনের অভিনীত ‘প্রজাপতি’ মুক্তি দেওয়া হয়নি নন্দনে। শুধু তাই নয়, এবারের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমন্ত্রণ জানানো হয়নি মিঠুন চক্রবর্তীকে। অথচ, মিঠুনই হলেন এ বাংলার একমাত্র সুপারস্টার।

কলকাতায় কোনো নতুন ছবি মুক্তি পেলে নির্মাতারা চান ওই ছবি নন্দনেও মুক্তি পাক। এর কারণও রয়েছে। নন্দনের ছবি দেখার টিকিটের মূল্য অন্য সব প্রেক্ষাগৃহের চেয়ে কম। তাই নির্মাতারা মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে চায় ছবির মুক্তি হোক নন্দনেও। কিন্তু সেই সুযোগ এবার পেলেন না প্রজাপতির দুই অভিনেতা মিঠুন, দেবসহ ছবির নির্মাতারা।