ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দীপ্তি সমাদ্দারের কথা ও সুরে দেশাত্মবোধক গানের মোড়ক উন্মোচন

দীপ্তি সমাদ্দারের কথা ও সুরে দেশাত্মবোধক গানের মোড়ক উন্মোচন

পিরোজপুরের কাউখালীর মেয়ে দীপ্তি সমাদ্দার দীপুর লেখা ও সুরে ছয়টি দেশাত্মবোধক গানের মোড়ক উন্মোচিত হয়েছে। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি ছিলেন সংগীতশিল্পী হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন ড. অরূপ রতন চৌধুরী, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও মাহমুদুল হাসান। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী দীপ্তি সমাদ্দার দীপুর কথা ও সুরে এসব গানে কণ্ঠ দিয়েছেন লায়েকা বশীর, রেজাউল করিম, অরিত্রি সমদ্দার, বাঁধন বিশ্বাস, সঞ্চিতা তৃষা, নন্দিতা দিশা, আফরোজা রুপা, মিনহাজুল হাসান ঈমন, ফজলে রাব্বি রোমেল, রাবেয়া আক্তার পিউ, মাইদুল হক, সৌভিক বিশ্বাসসহ নতুন-পুরোনো অনেক শিল্পী। গানগুলোর সংগীতায়োজন করেছেন সংগীতাচার্য ড. আলী এফ এম রেজোয়ান ও ভিজুয়ালাইজেশনের কাজ করেছেন সমীরণ দেওয়ান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত