ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুস্তাফা মনোয়ারের নামে টেলিভিশন স্টুডিও

মুস্তাফা মনোয়ারের নামে টেলিভিশন স্টুডিও

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের নামে গড়ে উঠল টেলিভিশন স্টুডিও। ২৪ ডিসেম্বর এ স্টুডিওর শৈল্পিক নামফলক উন্মোচন করা হয়। স্টুডিওটির নামকরণ করা হয়েছে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’। মূলত চ্যানেল আই প্রধান কার্যালয়ের ৪ নম্বর স্টুডিওটি এখন থেকে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’ নামেই পরিচিত হবে। যার কার্যক্রম আগে থেকেই ছিল, বদল হলো শুধু নাম-পরিচয়। শিল্পী মুস্তাফা মনোয়ার একাধারে গুণী শিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষক। বাংলাদেশ টেলিভিশনের বিকাশে রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বাংলাদেশের পাপেট শিল্পকে দিয়েছেন নতুন মাত্রা। বাংলাদেশে এবারই প্রথম কোনো টিভি স্টেশনে শিল্পীর নামে এমন স্টুডিও গড়ে তোলা হলো। স্টুডিওর শৈল্পিক নামফলকটি তৈরি করেন শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল। এমন উদ্যোগ প্রসঙ্গে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, ‘কী দিয়ে যে শুরু করব তা মাথায় আসছে না। এমন বিরাট সম্মান আমাকে দেওয়া হলো, আমি জানতামই না! এ সম্মান আমাকে অদ্ভুতভাবে অনুপ্রাণিত করছে আবার। মনে হচ্ছে, আমি নতুন করে টেলিভিশনে এলাম। আজকের এ সম্মান আমার বাকি জীবনে পাথেয় হয়ে রইল।’ অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই বাংলাদেশের চিরায়ত শিল্প-সংস্কৃতিকেই ধারণ করে। যা আমরা শিখেছি বাংলাদেশ টেলিভিশন থেকে। সেখান থেকে পাওয়া শিক্ষা, আচার আমরা এখনও মেনে চলার চেষ্টা করি। যারা আমাদের টেলিভিশন শিখিয়েছেন, তাদের একজন মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ শিক্ষককে শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত