ভারতের সিনে ইতিহাসে অন্যতম সফল অভিনেত্রী শ্রীদেবী। তাকে বলা হয় হিন্দি সিনেমার প্রথম নারী সুপারস্টার। দক্ষিণী সিনেমা থেকেই মূলত শ্রীদেবীর উত্থান হয়েছিল। শিশুশিল্পী হিসেবে যাত্রা হয় অভিনয়ের। আর মাত্র ১৩ বছর বয়সেই নায়িকার চরিত্রে হাজির হন পর্দায়। স্বাভাবিকভাবেই নিজের চেয়ে অনেক বেশি বয়স্ক নায়কের সঙ্গে অভিনয় করতেন শ্রীদেবী। ১৩ বছর বয়সে যে নায়কের সঙ্গে কাজ করেছেন, আবার ২১ বছর বয়সে সেই নায়কের ছেলের নায়িকা হয়েছেন তিনি! এমন ব্যতিক্রম ঘটনা আর কারও ক্ষেত্রে ঘটেনি। মায়ের অভিনয় জীবনের এ বিষয়টিকে ‘ভুল’ মনে করেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। যিনি বর্তমানে বলিউডের অন্যতম তরুণ তারকা। জাহ্নবী বলেন, তিনি (শ্রীদেবী) ১৩ বছর বয়সে কোনো বাবার নায়িকা হয়েছেন, আবার তিনিই ২১ বছর বয়সে সেই বাবার ছেলের নায়িকা হন! এটা আসলেই ভুল। যদিও তখন পরিস্থিতি এমনই ছিল।