ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মিথিলার নতুন বছরের অ্যামবিশন

মিথিলার নতুন বছরের অ্যামবিশন

রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ২০২২ খুব চ্যালেঞ্জিং ছিল। করোনা মহামারি পরবর্তী স্বাভাবিক জীবনে ফেরার বছর ছিল এটি। এ বছর ব্র্যাকের কাজের জন্য মোট ৯ বার আফ্রিকা উড়ে যেতে হলো! এর ফাঁকে আমার অভিনয় জীবনটাকেও চালিয়ে যেতে হয়েছে। এর মধ্যে বাংলাদেশে গিয়াস উদ্দিন সেলিমের ?‘কাজল রেখা’র শুটিং শেষ করি। অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমা মুক্তি পায়। কলকাতা থেকে আমার প্রথম ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ রিলিজ হয়। চাকরি আর অভিনয়ের পাশাপাশি পড়াশুনাটাও চালিয়েছি বছরটাতে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে ইউনিভার্সিটি অব জেনেভাতে পিএইচডির তৃতীয় বর্ষ শেষ করি। এসব হিসাব করলে ২০২২ আমার জন্য ভীষণ কর্মময় ছিল। তবে অফিসের ট্র্যাভেল, দুই বাংলায় শুটিং, মেয়ে আইরার লেখাপড়া-দেখাশোনা-সব মিলিয়ে ঊর্ধ্বশ্বাসে শুধু ছুটে বেড়িয়েছি বিশ্বজুড়ে। বছরের শেষটা হলো প্রাপ্তিতে। হায়দরাবাদের তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে আমার টলিউডের ‘মায়া’ ছবিটি গেছে। সেটিতে অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছি। আর নতুন বছরে স্থির হয়ে নিজেকে আর মেয়েটাকে বেশি সময় দিতে চাইব। নতুন বছরে এটাই আমার অ্যামবিশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত