সুপার হিরোকে হটিয়ে শীর্ষে টম ক্রুজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ব্যবসার নিরিখে গত কয়েক বছরের সিনেমার হিসাব-নিকাশ করতে গেলে অবধারিতভাবেই প্রথম দিকে আসে সুপারহিরো সিনেমাগুলোর নাম। তবে এবার ব্যতিক্রম। গত মে মাসে মুক্তির পর বিশ্বজুড়ে দাপট দেখিয়েছে টম ক্রুজ অভিনীত ‘টপ গান : ম্যাভেরিক’। তিন দশকের বেশি সময় পর তৈরি হওয়া সিকুয়েলটির ব্যবসা প্রত্যাশিতই ছিল; কিন্তু সেটি যে সব পূর্বানুমান মিথ্যা করে দিয়ে এক বিলিয়নের বেশি ব্যবসা করবে, সেটা কে ভেবেছিল। সমালোচকরা তেমন পাত্তা না দিলেও ‘জুরাসিক ওয়ার্ল্ড ও ডক্টর স্ট্রেঞ্জ’-এর নতুন কিস্তিও দুর্দান্ত ব্যবসা করেছে। আয়ের নিরিখে চলতি বছর প্রথম তিনে এ ছবিগুলোই আছে। ২০২২ সালে সমালোচকদের পছন্দের সিনেমার মধ্যে আছে ব্রিটিশ ড্রামা ছবি ‘আফটারসান, মার্টিন ম্যাকডোনার ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’, স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’, ক্রিটিকস চয়েসে ১৪ মনোনয়ন পাওয়া ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাটওয়ানস’, ‘টার’, ‘অ্যানিমেশন ছবি টার্নিং রেড’, ‘গুয়ের্মো দেল তোরোজ পিনোচিও’ ইত্যাদি।

আলোচিত ছবির মধ্যে আরেকটি হলো ২৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘নাইভস আউট’-এর সিকুয়েল ‘গ্লাস অনিয়ন : আ নাইভস আউট মিস্ট্রি’।