নতুন বছরের প্রথম আকর্ষণ হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। যদিও এর আগে একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়েছিল। তবে এবার আর নড়চড় নয়।
৯ দিন পরই বড় পর্দায় দেখা যাবে পুলিশ-অ্যাকশন গল্পের ছবিটি। মুক্তির জন্য প্রয়োজন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র। ৪ জানুয়ারি সেটাও এসে গেছে ‘ব্ল্যাক ওয়ার’ সংশ্লিষ্টদের হাতে। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার, নির্মাতা ও প্রযোজক সানী সারোয়ার। তিনি জানান, ১ জানুয়ারি সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। সদস্যরা এটি দেখে প্রশংসা করেন ও বিনা কর্তনে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেন। সেন্সর পর্ব পার হওয়াকে টেস্ট পরীক্ষায় পাশের মতো মনে করছেন সানী সারোয়ার। তার ভাষ্য, সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকবৃন্দের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে। তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।