সানির নতুন অ্যালবাম

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বছর সাতেক আগে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন আহমেদ হাসান সানি। ২০১৬ সালে প্রকাশ্যে আসে তার প্রথম অ্যালবাম ‘মুক্তাঞ্চল’। এতে থাকা ‘আনন্দ ভৈরবী’, ‘কে আর বাজাতে পারে’ কিংবা ‘তুমি কি জানতে’ গানগুলোতে সানি স্পষ্ট ইঙ্গিত দেন, তিনি স্রোতে গা ভাসাতে আসেননি। বরং গানে তার আলাদা চিন্তা, দর্শন রয়েছে। কবিতা থেকে গান কিংবা গানের ভেতরে গভীর ভাবনার অনুপ্রবেশ ঘটিয়ে চলতে থাকে তার পরবর্তী পথচলা। সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে এলেন আহমেদ হাসান সানি। এবারের প্রজেক্ট ‘লুটপাট’। সাতটি গানে সাজানো অ্যালবামটির গানগুলো এক এক করে প্রকাশ্যে আসবে। ‘আমরা হয়তো’ শিরোনামে অ্যালবামের প্রথম গানটি আসে ৭ জানুয়ারি সানির নিজের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি শোনা যাচ্ছে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে। সানির বক্তব্য, আমি যে ধরনের গান করি, সেরকম সাতটি গানেই সাজিয়েছি অ্যালবামটি। এর মধ্যে তিন-চারটি গানের ভিডিও থাকবে। এটা আসলে পুরোপুরি আমার নিজস্ব উদ্যোগে করা অ্যালবাম। কোনো স্পন্সর বা প্রযোজক নেই। সুতরাং বুঝতেই পারছেন, এটা আমার অনেক কষ্ট ও সাধনায় বানানো একটি অ্যালবাম।