ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সর্বকালের সেরার তালিকায় লতা, আইইউ, জাংকুক

সর্বকালের সেরার তালিকায় লতা, আইইউ, জাংকুক

পৃথিবীর সর্বকালের সেরা সংগীতশিল্পীর একটি তালিকা প্রস্তুত করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী ‘রোলিং স্টোন’। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ২০০ জন শিল্পীর নাম রয়েছে। এর মধ্যে সবার ওপরে রয়েছেন মার্কিন গায়িকা অ্যারেথা ফ্রাঙ্কলিন। যিনি পঞ্চাশের দশক থেকে গেল দশক অব্দি সক্রিয় ছিলেন। বিশেষ এ তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে আছেন প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর। উপমহাদেশের কিংবদন্তি এ শিল্পী রয়েছেন ৮৪তম স্থানে। এ ছাড়া পাকিস্তানের বিখ্যাত কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খান আছেন ৯১তম স্থানে। দক্ষিণ কোরিয়ার তরুণ শিল্পীরাও জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরার তালিকায়। ১৩৫তম স্থান দখল করেছেন লি জি-ইউন; যিনি সবার কাছে আইইউ নামে পরিচিত। এ ছাড়া কে-পপ ব্যান্ড ‘বিটিএস’র সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক রয়েছেন ১৯১তম স্থানে।

প্রথম ২০-এ আছেন যারা : অ্যারেথা ফ্রাঙ্কলিন, হোয়াইটনি হস্টন, স্যাম কুকি, বিলি হলিডে, মারিয়া ক্যারে, রে চার্লস, স্টিভ ওয়ান্ডার, বিয়ন্সে, ওটিস রেডিং, আল গ্রিন, লিটল রিচার্ড, জন লেনন, প্যাটসি ক্লাইন, ফ্রেডি মার্কারি, বব ডিলান, প্রিন্স, এলভিস প্রিসলি, সেলিয়া ক্রুজ, ফ্রাঙ্ক সিনাত্রা ও মারভিন গায়। এ ছাড়া বিখ্যাত শিল্পীদের মধ্যে আরও যারা তালিকায় জায়গা পেয়েছেন : অ্যাডেলে (২২), ডেভিড বোউই (৩২), আরিয়ানা গ্রান্দে (৪৩), লেডি গাগা (৫৮), রিয়ানা (৬৮), মাইকেল জ্যাকসন (৮৬), বব মার্লে (৯৮), এল্টন জন (১০০), টেইলর সুইফট (১০২) ও বিলি আইলিশ (১৯৮)।

এদিকে সর্বকালের সেরার তালিকায় সেলিন ডিয়নকে না পেয়ে মনঃক্ষুণ্ন হয়েছে তার ভক্তদের। ‘টাইটানিক’র সেই বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’ যার কণ্ঠে পৃথিবী জয় করেছে, যিনি আরও অসংখ্য গানে কোটি কোটি শ্রোতাকে মাতিয়েছেন, তিনি সেরাদের তালিকায় থাকবেন না, এটা একপ্রকার অবিশ্বাস্যই বটে। এ জন্য অনেকে এ তালিকাকে দ্রুত প্রত্যাহারের দাবি তুলেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত