ট্রেন্ডিংয়ের শীর্ষে ফারহান-তিশা

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

মুশফিক ফারহান ও তানজিন তিশা জুটি বেঁধে খুব বেশি কাজ করেননি। তবে যে কয়টি কাজে তারা হাজির হয়েছেন, লুফে নিয়েছেন দর্শক। ব্যতিক্রম হয়নি এবারও। ‘কঞ্জুস’ নাটকের মাধ্যমে বছরের শুরুতেই বাজিমাত করলেন তারা। ৩ জানুয়ারি নাটকটি ইউটিউবে উন্মুক্ত করা হয়। এরই মধ্যে এর ভিউ ছাড়িয়েছে ৫৩ লাখ। দর্শকের এমন আগ্রহের সুবাদে নাটকটি অবস্থান করছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। বাংলাদেশ অংশের ট্রেন্ডিং তালিকায় ‘ইত্যাদি’, ‘অপশন বি’, ‘মিট মাই ওয়াইফ’ ইত্যাদি কনটেন্টকে টপকে এক নম্বরে রয়েছে ফারহান-তিশার কাজটি। দর্শকের অসামান্য সাড়া পেয়ে আপ্লুত ফারহান। বললেন, বছরটা দারুণভাবে শুরু করতে পারলাম। এজন্য আনন্দিত। এ নাটকের গল্পটা শুধু মজার নয়, এখানে জীবনবোধের একটা উপলব্ধিও আছে। এমন কাজ করতে বরাবরই ভালো লাগে। আমি বিশ্বাস করি ভালো নাটক দর্শকের কাছে পৌঁছবেই। অন্যদিকে তানজিন তিশার ভাষ্য, নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এটি। ‘কঞ্জুস’ নির্মাণ করেছেন মহিদুল মহিম।